ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, কেউ আত্মসমর্পণ করেনি। গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনী যখন আক্রমণ করে, তখন স্বদেশের জন্য সবাই লড়াই করছিলেন। জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলা পরাধীন নয়। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হামলায় নিহতদের স্মরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
যদিও মাদুরোকে তুলে নেওয়ার পর যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা চালাবে— এমন কথা বলে আসছেন ট্রাম্প। সোমবারও সংবাদমাধ্যম এনবিসিকে তিনি বলেন, বর্তমানে তিনিই দেশটির দায়িত্বে আছেন।
এছাড়া ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণ বছরের পর বছর স্থায়ী হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র কত দিন ভেনেজুয়েলায় থাকবে— নিউ ইয়র্ক টাইমসের এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে মার্কিন আধিপত্যের বিষয়টি সময়ের ওপর ছেড়ে দেন ট্রাম্প।
তবে ট্রাম্পের দাবি নাকচ করে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজ বলেন, ‘আমরা পরাধীন নই।’
এর আগে মঙ্গলবার ডেলসি রদ্রিগেজ বলেন, ‘বিদেশি এজেন্টরা ভেনেজুয়েলা শাসন করছে না। ভেনেজুয়েলার সরকারই দেশটি শাসন করছে, আর কেউ নয়।’
আরএ/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


মাদুরোকে আটকের পর তেল কোম্পানিগুলোর সঙ্গে আজ ট্রাম্পের বৈঠক
ক্ষমতাধররা যা খুশি তাই করতে পারেন না: সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী