মালয়েশিয়ায় একটি কারখানায় অভিযানে ৪৬ জন বাংলাদেশি আটক হয়েছেন। বুধবার দেশটির অভিবাসন বিভাগ এই অভিযান চালায়। কর্তৃপক্ষ জানায়, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া অভিযান চলে চার ঘন্টা। আটক সবার বয়স ১৮ থেকে ৪৩ বছর।
বৈধ ভ্রমণ নথি না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ভিসা থাকার মতো অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের জন্য তাদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।
এরআগে গত নভেম্বেরে মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডসে অভিবাসন বিভাগের বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪৬৮ বিদেশিকে আটক করা হয়। এর মধ্যে বাংলাদেশি নাগরিক ছিলেন ১৭৪ জন। ১৯ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে অভিবাসন বিভাগের মোট ৫৪৭ সদস্য অংশ নেন। পাহাড়ি অঞ্চলের চারটি জোনজুড়ে ব্যবসায়িক এলাকা, নির্মাণকাজের স্থান ও সবজিখামারে এ অভিযান চালানো হয়।
অভিযানে মোট ১ হাজার ৮৮৬ জনের কাগজপত্র যাচাই করা হয় এবং ৪৬৮ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযোগের মধ্যে ছিল মেয়াদোত্তীর্ণ পাস, ভ্রমণ নথির অভাব এবং কিছু ক্ষেত্রে জাল সন্দেহের অস্থায়ী কর্মপাস প্রদর্শন।
সূত্র: দ্য সান মালয়েশিয়া
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


জানুয়ারিতে পাকিস্তান আসছেন ইমরান খানের দুই ছেলে
ভেনেজুয়েলায় পুতুল সরকার বসাতে চায় যুক্তরাষ্ট্র: মাদুরো