দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং

২,৩৬৯ ‘বাংলাদেশিকে’ ফেরত পাঠাতে চায় ভারত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৩: ২৭

ভারতে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধ বসবাসকারীদের মধ্যে বাংলাদেশি ২ হাজার ৩৬৯ জন। বাংলাদেশে এদের ফেরত পাঠাতে চায় দেশটি। ইতোমধ্যে বাংলাদেশ সরকারকে জাতীয়তা বাছাই করতে বলেছে ভারত।

বৃহস্পতিবার দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এ কথা বলেছেন।

রণধীর জসওয়াল বলেন, ২ হাজার ৩৬৯ জন বাংলাদেশির তথ্য বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে। এদের মধ্যে অনেকের বিরুদ্ধে মামলা ছিল যারা এখানে কারাগারে ও শাস্তির মেয়াদোত্তীর্ণ। এমনকি কিছু মামলা ২০২০ সাল থেকে চলছে যা আজও নিষ্পত্তি হয়নি। আমরা বাংলাদেশকে অনুরোধ করব, তারা যত দ্রুত সম্ভব এই ব্যক্তিদের নাগরিক তথ্য যাচাই করে যেন দেশে ফিরিয়ে নেন।

গত কয়েকদিন ধরে অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তারের প্রক্রিয়া ত্বরান্বিত করেছে ভারত সরকার। গত মাসে গুজরাটে ১ হাজার জনকে আটক করেছিল দেশটির পুলিশ। যাদের অনেকেই বাংলাদেশি ছিলেন। এ ছাড়া ভারত গত কয়েকদিন ধরে সীমান্ত দিয়ে অনেককে পুশ ইন করছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত