আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রীর পদত্যাগ

স্টাফ রিপোর্টার

দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রীর পদত্যাগ

দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী চোই সাং-মক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। অর্থমন্ত্রী চোইয়ের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এএফপি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে চোইয়ের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার কথা ছিল। কারণ বিদায়ী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু একই সময়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, আগামী মাসে অনুষ্ঠিতব্য আগাম প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে হান এই পদক্ষেপ নিচ্ছিলেন।

অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ‘দেশি ও আন্তর্জাতিক অর্থনীতির গুরুতর পরিস্থিতিতে আমার পক্ষে দায়িত্ব পালন করা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় আমাকে সরে দাঁড়াতে হচ্ছে, যার জন্য আমি দুঃখিত।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন