যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ তিন থেকে বাদ পড়েছে অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। দ্য টাইমস এবং দ্য সানডে টাইমস গুড ইউনিভার্সিটি গাইড ২০২৬ অনুযায়ী, টানা দ্বিতীয় বছর লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই) শীর্ষস্থান অধিকার করেছে। এরপর সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ও ডারহাম বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থানে রয়েছে।
শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, যুক্তরাজ্যভিত্তিক, অক্সফোর্ড ও কেমব্রিজ যৌথভাবে চতুর্থ স্থানে অবস্থান করছে। এটি গাইডটির ৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো যখন কেউ শীর্ষ তিনে জায়গা পায়নি। গত বছর অক্সফোর্ড তৃতীয় ও কেমব্রিজ চতুর্থ স্থানে ছিল।
টাইমস ও সানডে টাইমস ১৯৯৩ ও ১৯৯৮ সাল থেকে এই বিশ্লেষণভিত্তিক গাইড প্রকাশ করে আসছে।
তালিকাটি শিক্ষার মান, শিক্ষার্থীদের অভিজ্ঞতা, প্রবেশের মান, গবেষণার মান, স্থায়িত্ব এবং স্নাতক কর্মসংস্থার সম্ভাবনার ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়।
অন্যদিকে, গত সপ্তাহে প্রকাশিত দ্য গার্ডিয়ান ইউনিভার্সিটি গাইডে অক্সফোর্ড প্রথম এবং কেমব্রিজ তৃতীয় স্থানে ছিল।
এই নতুন র্যাঙ্কিংয়ে ইম্পেরিয়াল কলেজ লন্ডন ষষ্ঠ, বাথ বিশ্ববিদ্যালয়, ওয়ারউইক বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও ব্রিস্টল বিশ্ববিদ্যালয় পরের স্থানগুলো দখল করেছে।
পূর্ণ র্যাঙ্কিং ২১ সেপ্টেম্বর দ্য সানডে টাইমসের সঙ্গে প্রকাশিত হবে এবং অনলাইনে thetimes.com/uk-university-rankings-এ পাওয়া যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

