আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম, ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা

আমার দেশ অনলাইন

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম, ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা
ছবি: আল জাজিরা

জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। একইসঙ্গে ইসরাইলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আজ মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট এ ঘোষণা দিয়েছেন। খবর আল জাজিরার।

প্রেভো জানান, ইসরাইলের বিরুদ্ধে অন্তত ১২টি কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হবে। এরমধ্যে রয়েছে অধিকৃত অঞ্চলের বসতি থেকে আমদানি করা পণ্যের ওপর নিষেধাজ্ঞা এবং ইসরাইলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয়-বিক্রয় নীতির পুনর্মূল্যায়ন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘ফিলিস্তিনে বিশেষ করে গাজায় যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, তার পরিপ্রেক্ষিতেই এই ঘোষণা করা হয়েছে।’

গত জুলাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছিলেন যে, ফ্রান্স জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এরপর একে একে আরো কয়েকটি দেশ একই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে।

জাতিসংঘের হিসেব অনুযায়ী, এই বছরের এপ্রিল পর্যন্ত ১৪৭টি দেশ এরইমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

গাজায় ইসরাইলের যুদ্ধে কমপক্ষে ৬৩ হাজার ৪৫৯ জন নিহত এবং এক লাখ ৬০ হাজার ২৫৬ জন আহত হয়েছেন।

গত জুলাই মাসে, বেলজিয়ামের প্রসিকিউটররা গাজায় নৃশংসতায় অংশগ্রহণের অভিযোগে দুই ইসরাইলি সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠান।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন