ইসরাইলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রধান নিহত

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১২: ০৭
আপডেট : ১৩ জুন ২০২৫, ১৩: ০২
ইরানের সশস্ত্রবাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। ছবি: সংগৃহীত

ইসরাইলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। আজ শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেসটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

এর আগে ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলি রশিদও ইসরাইলি হামলায় নিহত হন। এছাড়াও নিহত হয়েছেন পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহদি তেহরানসি এবং ২৫ বছর ধরে দেশটির পারমাণবিক শক্তিবিষয়ক সংস্থার প্রধানের দায়িত্বে থাকা ফারেদুন আব্বাসি।

একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইসরাইলের হামলার চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত হচ্ছে ইরান।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ‘ইরানের বিরুদ্ধে সফলভাবে কয়েক দফা হামলা পরিচালিত হয়েছে।’

নেতানিয়াহু হুঁশিয়ারি দেন, ‘ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযানের শুরুতে এটা ছিল প্রথম পর্যায়ের হামলা।’ এদিকে ইসরাইলকে এই হামলার জন্য কঠিন শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে আজ শুক্রবার ভোরে বড় আকারে বিমান হামলা চালায় ইসরাইল।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত