তেহরানে ইসরাইলি হামলার কিছু ছবি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১০: ৪২
আপডেট : ১৩ জুন ২০২৫, ১১: ১২
ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন। ছবি: বিবিসি

তেহরানে ইসরাইলি হামলার কিছু ছবি প্রকাশিত হয়েছে। শুক্রবার ভোরে তেহরানের উত্তর-পূর্বাঞ্চলের আশপাশের সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ইসরাইল দাবি করছে, তারা শুধুমাত্র ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরানের রাজধানী তেহরানের আবাসিক এলাকাগুলোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং নিহতদের মধ্যে সাধারণ মানুষও রয়েছেন।

তেহরানে হামলা হয়েছে ভোর ৪টার দিকে। বর্তমানে সেখানে সকাল ৭টা পেরিয়ে গেছে। বেলা বাড়ার সাথে সাথে শহরজুড়ে বিস্ফোরণের চিহ্ন, ধ্বংসস্তূপ এবং আতঙ্কের চিত্র বিভিন্ন ছবিতে উঠে আসছে। খবর বিবিসির।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত