বেতন পাচ্ছেন না কলম্বিয়ার প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ২১: ৩৬

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়ার পর থেকে বেতন পেতে হিমশিম খাচ্ছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। বৃহস্পতিবার পেট্রোর আইনজীবী ড্যানিয়েল কোভালিক এএফপি এ তথ্য জানিয়েছেন।

বিশ্বব্যাপী মাদক চোরাচালানে ভূমিকার অভিযোগে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। পেত্রোর স্ত্রী, ছেলে ও কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীও এই নিষেধাজ্ঞার কবলে পড়েন। নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে তাদের সকল সম্পদ জব্দ করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সকল সংস্থাগুলির সঙ্গে ব্যবসায় বাধা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পেত্রোর আইনজীবী ড্যানিয়েল জানান, পেত্রোর সকল ক্রেডিট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকার কারণে, সরকারি কর্মকর্তা হিসেবে তার বেতন পাওয়াও এখন কঠিন হয়ে পড়েছে।

তিনি আরো জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের অনুমোদিত একটি জ্বালানি কোম্পানি স্পেনে পেত্রোর বিমানে জ্বালানি দিতে অস্বীকৃতি জানিয়েছে।

তিনি পেত্রোকে একটি মামলার করে আলোচনা ও কূটনীতির মধ্য দিয়ে পরিস্থিতির সমাধান করার পরামর্শ দেন। ড্যানিয়েল মার্কিন আদালতে এবং ট্রেজারি বিভাগের সামনে নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করার পরিকল্পনা করছেন।

ড্যানিয়েল জোর দিয়ে বলেন পেত্রো নির্দোষ। তিনি বলেন, আমি পেত্রোকে ২০ বছর ধরে চিনি এবং আমি যা জানি তা হল তিনি তার পুরো রাজনৈতিক ক্যারিয়ারে মাদকের বিরুদ্ধে লড়াই করেছেন। আমি মনে করি (ট্রাম্প) মার্কিন পররাষ্ট্র নীতির লক্ষ্যে দাঁড়ানো যে কাউকে আক্রমণ করার চেষ্টা করছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত