ইসরাইলে হুথি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৯: ৩০
ছবি: টাইমস অব ইসরাইল

ইসরাইলে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হুথিরা ইসরাইলে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মঙ্গলবার সংবাদ মাধ্যম ইসরাইল টাইমস এক প্রতিবেদনে একথা জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে তাকে প্রতিহত করেছে। মাজেন ডেভিড অ্যাম্বুলেন্স সার্ভিস টাইমস অব ইসরাইলকে জানিয়েছে, হামলায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

হামলার পরপরই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। হোম ফ্রন্ট কমান্ড যেসব এলাকার সাইরেন বাজছে, সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়। পরবর্তীতে তাদের আশ্রয়স্থল ছেড়ে যাওয়ার অনুমতি দেয় কর্তৃপক্ষ।

এর আগে সোমবার ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানায় ইয়েমেনের হুতি যোদ্ধারা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তারা ‘সিয়োনি শত্রুদের সামরিক অবস্থানে’ তিনটি ড্রোন নিক্ষেপ করেছে।

ইয়াহিয়া সারি বলেন, এই ড্রোনগুলো ইসরাইলের তিনটি গুরুত্বপূর্ণ শহর, তেল আবিব, আশকেলন ও হাইফায় লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এর কিছুক্ষণ পরই গাজার নিকটবর্তী বনে নেটজারিম এলাকায় ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়।

ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা হুথিদের ছোড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে বাকি দুইটি ড্রোন সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি তেলআবিব।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত