আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা

আমার দেশ অনলাইন
যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা

ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ কমপক্ষে সাত জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই হামলার ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।

এর কয়েক ঘণ্টা আগেই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বুদাপেস্টে আসন্ন শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা স্থগিত করা হয়েছে কারণ তিনি "অকার্যকর বৈঠক" চান না।

বিজ্ঞাপন

এর মধ্য দিয়ে ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের সম্মুখ সারিতে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করলো ক্রেমলিন।

এদিকে, ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে যে, তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানায় যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে।

রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় প্রবেশ করে চালানো এই হামলাকে "একটি সফল আঘাত" বলে অভিহিত করেছেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন