বিদেশি সংবাদমাধ্যমে পেরেক ঠুকলো ইসরাইল

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৯: ৩৩

ইসরাইলের সংসদ নেসেট সোমবারের অধিবেশনে দুটি বিতর্কিত বিল পাস করেছে। এর একটিতে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি দিয়েছে। আর অন্যটি ছিলো ‘আল জাজিরা আইন’ স্থায়ী করার বিল, যেখানে আদালতের অনুমোদন ছাড়াই বিদেশী সংবাদমাধ্যম স্থায়ীভাবে বন্ধ করার সরকারি ক্ষমতা।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অতি-ডানপন্থি মিত্রদের দ্বারা বিল দুটি নেসেটে উত্থাপিত হওয়ার পর প্রাথমিক পাঠে পাস করেছে। অনুমোদনের পক্ষে ৫০ ভোট এবং বিপক্ষে ৪১ ভোট পড়ে। এখন চূড়ান্ত অনুমোদনে আরো যাচাই করার জন্য একটি কমিটিতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

‘আল জাজিরা আইন’ স্থায়ী করার বিলে বলা হয়েছে, বর্তমানে সরকার যদি মনে করে বিদেশি মিডিয়াগুলো ইসরাইলের নিরাপত্তার জন্য ক্ষতিকর, তাহলে ওই আউটলেটগুলোকে সাময়িক বন্ধ করার নির্দেশ দিতে পারবে সরকার। প্রবর্তিত নতুন ব্যবস্থার মাধ্যমে বিচারিক তদারকি ব্যতীত ভালো খারাপ যেকোন পরিস্থিতিতেই সরকারের নির্দেশই পালনীয়।

এছাড়াও ইসরাইলের যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি নেসেটকে বিলটি দ্রুত পাস করার আহ্বান জানিয়ে বলেন যে অস্থায়ী ব্যবস্থার দিন শেষ হয়ে গেছে।

আইন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতাকে ক্ষুন্ন করবে, এছাড়াও এই বিল সাংবিধানিক নীতি লঙ্ঘন করতে পারে।

ইতোমধ্যে, গাজায় গণহত্যা যুদ্ধের কভারেজের জন্য নেতানিয়াহুর সরকার আল জাজিরার ব্যুরো বন্ধ করার নির্দেশ দেয়। পরবর্তীতে ২০২৪ সালের এপ্রিলে মূল আইনটি কার্যকর করা হয়েছিল।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত