আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতের শত শত স্কুল ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি

আমার দেশ অনলাইন

ভারতের শত শত স্কুল ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি
ছবি: এনডিটিভি

ভারতের রাজধানী নয়াদিল্লির ৩০০ টির বেশি স্কুল ও প্রতিষ্ঠান এবং বেশ কয়েকটি বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। পুলিশ জানায়, ‘টেরোরাইজার্স১১১’ নামে একটি গোষ্ঠী ইমেইলে বোমা হামলার হুমকি দিয়ে বার্তা পাঠায়। খবর এনডিটিভির

পুলিশ আরো জানায়, দিল্লির ৩০০ টিরও স্কুল ও প্রতিষ্ঠানের ইমেইলে রোববার সকাল ৬ টা ৮ মিনিটেে বার্তাগুলো আসে। দেশের অন্যান্য বিমানবন্দরের পাশাপাশি দিল্লি বিমানবন্দরেও একটি ইমেইল পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ইমেইলে লেখা ছিল ‘ভবনের চারপাশে বোমা, প্রতিক্রিয়া দেখাও অথবা বিপর্যয়ের মুখোমুখি হও’।

এতে বলা হয়, ভবনের চারপাশে বোমা রাখা হয়েছে। এগুললো নিষ্ক্রিয় করতে ২৪ ঘণ্টা সময় আছে। নিষ্ক্রিয় করতে না পারলে বিপর্যয়ের মুখোমখি হতে হবে বলে সতর্ক করে দেয়া হয় ইমেইল বার্তায়।

দিল্লি ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, মেইল ​​পাওয়া স্কুলের মধ্যে রয়েছে দ্বারকার সিআরপিএফ পাবলিক স্কুল এবং কুতুব মিনারের কাছে সর্বোদয় বিদ্যালয়।

কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ বাহিনী, দমকল কর্মী এবং বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটগুলোকে তাৎক্ষণিকভাবে হুমকির শিকার স্কুলগুলোতে তল্লাশি অভিযান পরিচালনা করে। তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

সাম্প্রতিক মাসগুলোতে, শহরের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বারবার বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে, ডিপিএস দ্বারকা, কৃষ্ণ মডেল পাবলিক স্কুল এবং আরেকটি সর্বোদয় বিদ্যালয়সহ অনেক স্কুল এই ধরনের হুমকি পেয়েছিল।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...