ফিলিস্তিনিদের মুক্তিতে রামাল্লায় আবেগঘন পরিবেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৭: ৫৯

ইসরাইলি বাহিনীর হাতে বন্দি ফিলিস্তিনিদের মুক্তিতে রামাল্লায় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন পর আপনজনকে কাছে পেয়ে আনন্দ-উল্লাসের সঙ্গে জড়িয়ে ধরে চিৎকার আর কান্নায় ভেঙে পড়েন সদ্য মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের স্বজনরা।

এর আগে সোমবার দুপুরে ইসরাইলের কাছ থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বহনকারী দু'টি বাস পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছায়।

বিজ্ঞাপন

এদিকে এরইমধ্যে ইসরাইলের ২০ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতি চুক্তির আওতায় আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে তাদের হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত,শুক্রবার ইসরাইলি বিচার মন্ত্রণালয় মুক্তিপ্রাপ্ত বন্দিদের নাম প্রকাশ করেছে। আজ ভোর থেকে বন্দিদের পরিবার প্রিয়জনের মুক্তির জন্য অপেক্ষায় ছিলো। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিলো, পরিকল্পনা অনুসারে প্রায় ১০০ জন বন্দিকে পশ্চিম তীরে মুক্তি দেয়া হবে। বাকিদের গাজা বা মিশরে নির্বাসনের জন্য নির্ধারণ করা হয়েছে। অল্প সংখ্যক বন্দিকে পূর্ব জেরুজালেমে মুক্তি দেয়া হবে।

উল্লেখ্য, যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলি কারাগারে বন্দি ১ হাজার ৯৫০ জন ফিলিস্তিনিকে ফেরত দেওয়ার কথা রয়েছে। তাদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। বন্দিদের মধ্যে ২২ শিশুও রয়েছে।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত