আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতে ঘন কুয়াশায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪

আমার দেশ অনলাইন
ভারতে ঘন কুয়াশায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪
মঙ্গলবার মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে কুয়াশার কারণে বেশ কয়েকটি গাড়ির সংঘর্ষে আগুন লাগার পর ক্রেন দিয়ে পুড়ে যাওয়া বাসের ধ্বংসাবশেষ পরিষ্কার করা হচ্ছে।

ভারতের মথুরার দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ঘন কুয়াশার কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সাতটি বাস এবং তিনটি গাড়ির সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় একাধিক যানবাহনে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়, যা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

সিনিয়র পুলিশ সুপার শ্লোক কুমার সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান এবং মহাসড়ক পরিষ্কার করার কাজ চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ত্রাণ তৎপরতাও শুরু করা হয়েছে।

তিনি বলেন, “মঙ্গলবার সকালে মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে কমপক্ষে চারজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। দৃশ্যমানতা কম থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এছাড়া দুর্ঘটনার ফলে গাড়িগুলোতে আগুন লেগে গেছে।”

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন