কাবুলের অভিযোগ

আমার দেশ অনলাইন

পাকিস্তানি ভূখণ্ড দিয়ে মার্কিন ড্রোন আফগান আকাশসীমায় প্রবেশ করছে বলে অভিযোগ করেছে আফগানিস্তান। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ অভিযোগ জানান। পাকিস্তানের ভূমি আফগানিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে না দেয়ার আহ্বান জানিয়েছে কাবুল। খবর টোলো নিউজের।
টোলো নিউজকে দেয়া সাক্ষাতকারে আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘পাকিস্তান যেমন চায় আফগানিস্তানের মাটি যেন তাদের বিরুদ্ধে ব্যবহার করা না হয়, তেমনি আফগানিস্তানের প্রতিনিধিরা ইস্তাম্বুলে আলোচনার সময় ইসলামাবাদকে অনুরোধ করেছেন, তাদের ভূমি এবং আকাশসীমা যেন আফগানিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা না হয়।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ড্রোনগুলো আফগানিস্তানের আকাশসীমায় আসছে এবং আমাদের আকাশসীমা লঙ্ঘন করছে। এটি হওয়া উচিত নয়। তারা (পাকিস্তান) এখানে অসহায়, তারা এটি বন্ধ করতে পারবে না। স্বাভাবিকভাবেই, এটিকে এক ধরনের অক্ষমতা হিসেবে দেখা উচিত এবং আমরা তা বুঝতে পারি।’
কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করে তিনি বলেন, যারা একসময় আফগানিস্তানের সঙ্গে সংঘাতে জড়িত ছিল অথবা বাগরাম নিয়ন্ত্রণের উচ্চাকাঙ্ক্ষা পোষণ করত, তারা এখন চাপ ও উস্কানির মাধ্যমে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে।
মুজাহিদ আরো বলেন, ‘আমাদের সন্দেহ, বৃহৎ বৈশ্বিক শক্তিগুলো, যারা একসময় আমাদের সঙ্গে সংঘর্ষে জড়িত ছিল অথবা বাগরাম দাবি করেছিল, তারা এই চাপের পিছনে রয়েছে। তারা সরাসরি সামনে আসে না, বরং তারা অন্যদেরকে এই অঞ্চলে অস্থিরতা উস্কে দেয়ার এবং অজুহাত তৈরি করার জন্য নিযুক্ত করে।’
তিনি জোর দিয়ে বলেন, যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আফগানিস্তান দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। এই অঞ্চলে কারো উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে পরিণত হতে দেয়া হবে না।’
তিনি আরো বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আলোচনায় একমাত্র অমীমাংসিত বিষয় হলো তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
আরএ

পাকিস্তানি ভূখণ্ড দিয়ে মার্কিন ড্রোন আফগান আকাশসীমায় প্রবেশ করছে বলে অভিযোগ করেছে আফগানিস্তান। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ অভিযোগ জানান। পাকিস্তানের ভূমি আফগানিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে না দেয়ার আহ্বান জানিয়েছে কাবুল। খবর টোলো নিউজের।
টোলো নিউজকে দেয়া সাক্ষাতকারে আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘পাকিস্তান যেমন চায় আফগানিস্তানের মাটি যেন তাদের বিরুদ্ধে ব্যবহার করা না হয়, তেমনি আফগানিস্তানের প্রতিনিধিরা ইস্তাম্বুলে আলোচনার সময় ইসলামাবাদকে অনুরোধ করেছেন, তাদের ভূমি এবং আকাশসীমা যেন আফগানিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা না হয়।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ড্রোনগুলো আফগানিস্তানের আকাশসীমায় আসছে এবং আমাদের আকাশসীমা লঙ্ঘন করছে। এটি হওয়া উচিত নয়। তারা (পাকিস্তান) এখানে অসহায়, তারা এটি বন্ধ করতে পারবে না। স্বাভাবিকভাবেই, এটিকে এক ধরনের অক্ষমতা হিসেবে দেখা উচিত এবং আমরা তা বুঝতে পারি।’
কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করে তিনি বলেন, যারা একসময় আফগানিস্তানের সঙ্গে সংঘাতে জড়িত ছিল অথবা বাগরাম নিয়ন্ত্রণের উচ্চাকাঙ্ক্ষা পোষণ করত, তারা এখন চাপ ও উস্কানির মাধ্যমে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে।
মুজাহিদ আরো বলেন, ‘আমাদের সন্দেহ, বৃহৎ বৈশ্বিক শক্তিগুলো, যারা একসময় আমাদের সঙ্গে সংঘর্ষে জড়িত ছিল অথবা বাগরাম দাবি করেছিল, তারা এই চাপের পিছনে রয়েছে। তারা সরাসরি সামনে আসে না, বরং তারা অন্যদেরকে এই অঞ্চলে অস্থিরতা উস্কে দেয়ার এবং অজুহাত তৈরি করার জন্য নিযুক্ত করে।’
তিনি জোর দিয়ে বলেন, যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আফগানিস্তান দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। এই অঞ্চলে কারো উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে পরিণত হতে দেয়া হবে না।’
তিনি আরো বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আলোচনায় একমাত্র অমীমাংসিত বিষয় হলো তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
আরএ

তিনি বলেন, তুরস্ক ইতোমধ্যে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার আয়োজন করেছিল এবং ল্যান্ডমার্ক ব্ল্যাক সি গ্রেন ইনিশিয়েটিভের মাধ্যমে মধ্যস্থতাকারী হিসেবে সহায়তা করেছিল। তারা আবারো একটি বৃহত্তর বহুজাতিক শান্তিরক্ষা মিশনের মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
৩২ মিনিট আগে
তালিকা অনুসারে, ড. ইউনূস বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে ৫০তম স্থানে রয়েছেন, এখানে তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। তার অর্থনৈতিক উন্নয়নে অবদান এবং বৈশ্বিক সমস্যা সমাধানে নেতৃত্ব তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
১ ঘণ্টা আগে
নিউইয়র্কের মেয়র নির্বাচনে আগাম ভোট গ্রহণ শেষ হয়েছে রোববার। এবার রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে। শেষ দিন প্রায় এক লাখ ৫০ হাজারের বেশি মানুষ ভোট দিয়েছেন। আগাম ভোট শুরুর পর থেকে এটা একদিনে সর্বোচ্চ ভোট। সবমিলিয়ে আগাম ভোট পড়েছে সাত লাখ ৩৫ হাজার ৩১৭টি।
২ ঘণ্টা আগে
দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরাইলি বাহিনী ও ইহুদি বসতকারীদের হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে একজন কিশোরও রয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসে ইসরাইল বিমান হামলা করেছে। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায়
২ ঘণ্টা আগে