এবার রাশিয়ার নিষেধাজ্ঞায় জাপানের সাংবাদিক ও গবেষকরা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২০: ৩৫
ছবি সংগৃহিত।

রাশিয়া ও জাপানের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনায় নতুন অধ্যায় যুক্ত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় জাপানের ৩০ জন নাগরিকের রাশিয়াতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

আনাদুলু এজেন্সির প্রতিবেদনে, মন্ত্রণালয় জানিয়েছে, ‘টোকিও কর্তৃপক্ষ রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে, আর তার জবাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, নিষিদ্ধ ব্যক্তিদের মধ্যে জাপানের সাংবাদিক, বিশ্লেষক ও একাডেমিক গবেষকরা অন্তর্ভুক্ত। রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ৩০ জনের পূর্ণ নাম, কর্মস্থল ও পদবি প্রকাশ করেছে।

এর আগে, জাপান, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার বিরুদ্ধে একাধিক অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে রয়েছে রাশিয়ান ব্যাংকগুলোর ওপর আর্থিক নিষেধাজ্ঞা, প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম রপ্তানিতে নিষেধাজ্ঞা, রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধ।

টোকিওর এই পদক্ষেপগুলো পশ্চিমা জোট G7 ও ইউরোপীয় ইউনিয়ন (EU)-এর সঙ্গে সমন্বয় করে নিয়েছিল।

রাশিয়া এর আগেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপীয় দেশগুলোর নাগরিকদের ওপর একই ধরনের পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত