
পূর্ব এশিয়ার জলসীমায় নজিরবিহীন নৌ–শক্তি প্রদর্শনে চীন, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা
ইয়েলো সি থেকে পূর্ব চীন সাগর হয়ে বিতর্কিত দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগর পর্যন্ত চীনা জাহাজগুলো ছড়িয়ে আছে। সপ্তাহের শুরুতে এই সংখ্যা ১০০–র বেশি ছিল; বৃহস্পতিবার সকালেও ৯০–টির বেশি জাহাজ সক্রিয় ছিল—যা গত বছরের ডিসেম্বরের বিশাল নৌ তৎপরতাকেও ছাড়িয়ে গেছে।























