আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র আবার চালু করল জাপান

আমার দেশ অনলাইন

বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র আবার চালু করল জাপান

দীর্ঘ বিরতি শেষে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম পুনরায় চালু করেছে জাপান।

২০১১ সালের ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার পর দেশটির সব রিয়্যাক্টর বন্ধ হয়ে গিয়েছিলো। এখন টোকিওর উত্তর-পশ্চিমে অবস্থিত কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক কেন্দ্রের ৬ নম্বর রিঅ্যাক্টর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। অ্যালার্ম ব্যবস্থার ত্রুটির কারণে রিঅ্যাক্টর চালু করতে এক দিন হলেও আগামী মাসে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা।

জাপান সবসময় জ্বালানির জন্য আমদানির ওপর নির্ভরশীল ছিল। তাই তারা পারমাণবিক শক্তির ব্যবহার বাড়ায়। তবে ২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে দুর্ঘটনা ঘটে।

এর পর দেশটির ৫৪টি পারমাণবিক রিঅ্যাক্টর একসাথে বন্ধ করে দেওয়া হয়, যা ইতিহাসের অন্যতম ভয়াবহ পারমাণবিক বিপর্যয় হিসেবে পরিচিত।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন