রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৯: ৫৭
ছবি: আল জাজিরা

ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংস করতে রাশিয়ার হামলার পাল্টা জবাব দিয়েছে কিয়েভ। রোববার রাশিয়ার সীমান্ত এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রাশিয়ার দুটি শহরে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। খবর আল জাজিরার।

ইউক্রেনের ড্রোন হামলায় সীমান্তবর্তী বেলগোরোড এবং প্রায় ৩০০ কিলোমিটার দূরে ভোরোনেজ শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিজ্ঞাপন

বেলগোরোডের গভর্নর ভিয়াচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, ড্রোন হামলায় শহরটিতে বিদ্যুৎ সরবরাহ এবং ‘হিটির সিস্টেমে’ গুরুতর ক্ষতি হয়েছে। এরফলে ভোগিান্তিতে পড়েছে প্রায় ২০ হাজার পরিবার।

১০ লাখের বেশি জনসংখ্যার ভোরোনেজ শহরের গভর্নর আলেকজান্ডার গুসেভ বলেছেন, শহরটিতে বেশ কয়েকটি ড্রোন হামলা হয়।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ভোরোনেজ বা বেলগোরোড এলাকার কোনো উল্লেখ করা হয়নি। বিবৃতেতে বলা হয়, রোববার রাতে রাশিয়ান বাহিনী ৪৪টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।

রোস্তভ অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষও প্রায় দুই লাখ ৪০ হাজার মানুষের বাসস্থান তাগানরোগ শহরে ঘন্টাব্যাপী ব্ল্যাকআউটের খবর দিয়েছে।

এদিকে, ইউক্রেনীয় কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, রাশিয়া শনিবার রাতভর ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য কেরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে সাতজন নিহত হয়। হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় এক লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌ পরিবহন উপদেষ্টা

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ফের ইসরাইলি হামলা, নিহত ২

রাজধানীর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিষিদ্ধ রাজনৈতিক দল রাস্তায় নামলেই আইনের সর্বোচ্চ প্রয়োগ

জার্মানিতে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি সিরীয় অভিবাসীরা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত