ফের ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ১২
ছবি: সংগৃহীত

পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের ওপর সামরিক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে জাতিসংঘ। প্রায় এক দশক আগে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তির পর এ নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল সংস্থাটি।

শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সোমবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এদিকে এ বিষয়ে পরামর্শ করতে জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনে নিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা করেছে ইরান।

এর আগে গত মাসে দেশ তিনটি ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালে জাতিসংঘকে চিঠি দিয়েছিল। দেশগুলো তখন দাবি করেছিল, ইরান তার প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে এ সমস্যার কূটনৈতিক সমাধানে ইরানকে ৩০ দিন সময় দেওয়া হয়।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে তেহরানের ওপর ইতোমধ্যেই প্রত্যাহার করা জাতিসংঘের এ নিষেধাজ্ঞা পুনর্বহাল ‘অনৈতিক ও অবৈধ’।

এ পদক্ষেপ ছয় মাসের জন্য বিলম্বিত করার জন্য রাশিয়া এবং চীনের পক্ষ থেকে শেষ মুহূর্তে একটি প্রস্তাব আনা হয়েছিল। কিন্তু সেটি ১৫ সদস্যের মধ্যে মাত্র চার ভোট পায়। ফলে রোববার মধ্যরাত থেকেই এটি কার্যকর হবে।

আমেরিকা ২০১৬ সালে ‘যৌথ বিস্তৃত কর্মপরিকল্পনা (জেসিপিওএ)’ চুক্তি থেকে বেরিয়ে গেলে ইরান তার পারমাণবিক কর্মসূচি জোরদার করে। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার করা ওই চুক্তির সমালোচনা করে এটি থেকে বেরিয়ে যান।

চলতি বছরের জুনে ইসরাইল ও আমেরিকা ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এর পর ইরান তার সামরিক স্থাপনাগুলোয় আন্তর্জাতিক আণবিক সংস্থার পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ করে। ফলে আমেরিকা ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার মাধ্যমে নতুন পারমাণবিক চুক্তি অর্জনের চেষ্টা ব্যর্থ হয়। এর পরই ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনায় আসে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত