আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাতিসংঘে নেতানিয়াহু

প্রকাশ্যে নিন্দাকারী বিশ্বনেতারা গোপনে আমাকে ধন্যবাদ জানান

আমার দেশ অনলাইন

প্রকাশ্যে নিন্দাকারী বিশ্বনেতারা গোপনে আমাকে ধন্যবাদ জানান

গাজায় চলমান যুদ্ধ এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আন্তর্জাতিক সমর্থনের প্রেক্ষাপটে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া এক বক্তব্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, অনেক বিশ্বনেতা প্রকাশ্যে ইসরাইলকে সমালোচনা করলেও, ব্যক্তিগতভাবে তাঁকে ধন্যবাদ জানান।

শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

নেতানিয়াহু বলেন, ‘যারা প্রকাশ্যে আমাদের নিন্দা করেন, তাদের অনেকেই ব্যক্তিগতভাবে আমাদের ধন্যবাদ জানান। তারা বলেন, ইসরাইলের গোয়েন্দা সংস্থাগুলোর কাজ তাদের দেশে সন্ত্রাসী হামলা ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং অনেক জীবন বাঁচিয়েছে।’

এই মন্তব্য তিনি এমন এক সময়ে করেছেন যখন ইসরাইলের ঐতিহ্যগত মিত্ররাও গাজায় যুদ্ধ ও বেসামরিক হতাহতের জন্য ইসরাইলকে কঠোর সমালোচনা করছে। সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে, যা ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়েছে।

এদিকে জাতিসংঘের অধিবেশন নেতানিয়াহু বক্তব্য দেওয়া শুরুর সাথে সাথে বেরিয়ে যান বিশ্বের কয়েকশ কূটনীতিক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন