আসন্ন উপনির্বাচনে অংশ নেবে না ইমরানের দল পিটিআই

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৩: ২৫
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৩: ২৭
ছবি: ডেইলি টাইমস

আসন্ন উপনির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সেইসেঙ্গে সংসদের সকল স্থায়ী কমিটি থেকে দলীয় আইনপ্রণেতাদের পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনে লেভেলে প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে দলটি। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

মঙ্গলবার পিটিআইয়ের রাজনৈতিক কমিটির এক বৈঠকে এ দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সর্বসম্মতিক্রমে নির্বাচন বয়কট এবং সংসদীয় কমিটি থেকে দলীয় আইন প্রণেতাদের পদত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরআগে দীলয় সব আইনপ্রণেতাদের সংসদীয় কমিটি থেকে পদত্যাগের নির্দেশ দেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান।

বিজ্ঞাপন

জাতীয় ও প্রাদেশিক পরিষদে শূন্যপদ তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ছয়টি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

পিটিআইয়ের বৈঠকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত কিনা সে বিষয়ে সদস্যদের স্পষ্টভাবে তাদের মতামত জানাতে বলা হয়।

বেশিরভাগ সদস্যই বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং সুষ্ঠু প্রতিযোগিতার জন্য পরিবেশের অভাবের কথা উল্লেখ করে অংশগ্রহণের বিরুদ্ধে মত দেন। এরপর বয়কটের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

মঙ্গলবার আদিয়ালা কারাগারে ইমরান খানের সাথে দেখা করার পর তার বোন আলিমা খান জানান, দলীয় সব আইনপ্রণেতাদের সংসদীয় কমিটি থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা।

তিনি আরো বলেন, ইমরান খান পিটিআই-এর চেয়ারম্যান ব্যারিস্টার গোহর এবং সাধারণ সম্পাদক সালমান আকরাম রাজাকে আসন্ন উপ-নির্বাচন সম্পর্কেও নির্দেশনা দিয়েছেন।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত