ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা আইদারোস আলজুবাইদি সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে দেশটির সৌদি নেতৃত্বাধীন জোট। বৃহস্পতিবার জোটের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের বিভিন্ন এলাকা দখল ও স্বাধীনতার পথে এগোনোর চেষ্টার পর আলজুবাইদি দেশ ছাড়েন। জোটের বরাতে জানানো হয়, “নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য অনুযায়ী, আইদারোস আলজুবাইদি ও তার সহযোগীরা গভীর রাতে পালিয়ে যান।”
জোট জানায়, এডেন থেকে নৌকা ও বিমানের মাধ্যমে তারা আবুধাবিতে পৌঁছান। রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এসআর/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

