পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের বিরুদ্ধে কড়া ভাষায় অভিযোগ তুলেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বোন ড. উজমা খানের সঙ্গে সাক্ষাতের সময় ইমরান মুনিরকে “মানসিক ভারসাম্যহীন” বলে আখ্যা দেন। ড. উজমা খান আদিয়ালা জেলে সাক্ষাতের এক দিন পর বুধবার এই মন্তব্য এক্স-এ (টুইটার) পোস্ট করেন।
ইমরান খান অভিযোগ করেন, অসীম মুনিরের নীতি পাকিস্তানকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। তিনি বলেন, “মুনিরের পাকিস্তানের জাতীয় স্বার্থের প্রতি কোনো চিন্তা নেই। পশ্চিমাদের খুশি করতেই তিনি এসব করছেন। আন্তর্জাতিকভাবে নিজেকে ‘মুজাহিদ’ হিসেবে দেখাতে তিনি ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়িয়েছেন।”
ইমরানের অভিযোগ—মুনির প্রথমে আফগানদের হুমকি দেন, পরে আফগান শরণার্থীদের দেশ থেকে বহিষ্কার ও ড্রোন হামলার নির্দেশ দেন, যার ফলে বর্তমান সন্ত্রাসবাদের পুনরুত্থান দেখা যাচ্ছে।
মুনিরকে ‘নৈতিকভাবে দেউলিয়া’ হিসেবে অভিহিত করে ইমরান বলেন, এসব কর্মকাণ্ড পাকিস্তানের সংবিধান ও আইনব্যবস্থাকে ভেঙে ফেলেছে। তিনি আরও দাবি করেন, সেনাপ্রধানের নির্দেশেই তাকে এবং তার স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, “আমাকে চার সপ্তাহ ধরে একাকী সেলে বন্দি রাখা হয়েছে। কারও সঙ্গে কথা বলার অনুমতি নেই। এমনকি জেল ম্যানুয়ালে গ্যারান্টি দেওয়া মৌলিক সুবিধাগুলোও কেড়ে নেওয়া হয়েছে।” উচ্চ আদালত নির্দেশ দিলেও তার রাজনৈতিক সহকর্মী, আইনজীবী ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ বাধাগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সূত্র: দ্য ট্রিবিউন
এসআর

