ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে বাগ্‌বিতণ্ডা, চুক্তি সই হয়নি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০৮: ৩৬
আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৯: ২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির তুমুল বাগ্‌বিতণ্ডা হয়েছে। বুধবার বৈঠকের পর ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে জেলেনস্কিকে ‘একনায়ক’ বলে আখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘জেলেনস্কি যদি দ্রুত ব্যবস্থা না নেন, তবে তার দেশ আর থাকবে না।

বিজ্ঞাপন

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপ-তথ্যের মাঝে আছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।

tramp-2

ট্রাম্প লিখেছেন, ‘আমি ইউক্রেনকে ভালোবাসি। কিন্তু জেলেনস্কি ভয়াবহ কাজ করেছেন। তার দেশ ধ্বংস হয়ে গেছে এবং লাখ লাখ মানুষ অপ্রয়োজনে মারা গেছেন।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন না করেই হোয়াইট হাউস ত্যাগ করেছেন ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাকৃতিক সম্পদ নিয়ে চুক্তিতে সইও করেননি।

ইউক্রেনের বিরল প্রাকৃতিক সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ধারণাটি প্রাথমিকভাবে জেলেনস্কিই উত্থাপন করেছিলেন এবং মার্কিন প্রেসিডেন্ট এই মাসের শুরুতে প্রস্তাবটি গ্রহণ করেন। আশা করা হয়েছিল, দুই নেতা বৈঠকে চুক্তিতে সই করবেন। উত্তপ্ত বাক্যবিনিময়ের পর চুক্তিটি ঝুলে গেল।

বৈঠকটি তিক্ত হয়ে ওঠে যখন ট্রাম্প জেলেনস্কিকে বলেন, রাশিয়ার সাথে শান্তি আলোচনা করতে হবে। এরপর ইউক্রেনীয় নেতা এর বিরুদ্ধে জোরালো মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখা উচিত।

এ সময় জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রতি ‘যথেষ্ট সম্মান ও কৃতজ্ঞতা’ দেখাতে ব্যর্থ হয়েছেন বলে ট্রাম্প মন্তব্য করলে বাগ্‌বিতণ্ডায় জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও তর্কে যোগ দেন।

সূত্র: বিবিসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত