গাজায় গণহত্যায় অংশ নেয়া থেকে সরে দাঁড়িয়েছে ৪১ জন ইসরাইলি সেনা। তারা ইসরাইলের গোয়েন্দা ও সাইবার যুদ্ধ ইউনিটের সদস্য ছিলেন। বুধবার তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ জন ইসরাইলি সেনা সদস্য দেশটির সেনাবাহিনী থেকে সরে দাঁড়িয়েছেন। গাজার উপর গণহত্যামূলক হামলাকে তারা বলেছেন, নেতানিয়াহুর টিকে থাকার যুদ্ধ। তারা পরিষ্কার বলে দিয়েছেন, তারা আর সেনাবাহিনীতে কাজ করবেন না। গাজায় চলমান গণহত্যাকে তারা নিরাপত্তা বা জিম্মিদের উদ্ধারের উদ্দেশ্যে নয়, বরং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার জন্য পরিচালিত একটি যুদ্ধ।
ইসরাইলি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এখনো ৫৬ জন জিম্মি গাজায় আটকে আছেন, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে মনে করা হয়। অন্যদিকে, ফিলিস্তিনি ও ইসরাইলি মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ইসরাইলের কারাগারে বর্তমানে ১০ হাজার ১০০’র বেশি ফিলিস্তিনি বন্দি আছেন।

