আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার
ছবি সংগৃহীত।

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) ব্রাজিলের রাজধানীতে বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রাজিলের ফেডারেল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বলসোনারো যেন পালিয়ে যেতে না পারেন তাই তাকে তার বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দেশটির সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদন দিয়েছিল।

বিজ্ঞাপন

সিএনএন এর প্রতিবেতনে বলা হয়েছে, অবৈধ রাজনৈতিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টার অভিযোগে তাকে কারাদণ্ড দেয়া হয়েছে। কয়েকদিন পরই তার দণ্ড কার্যকর হওয়ার কথা, তার আগেই তাকে গ্রেপ্তার করা হল।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বলসোনারোর বড় ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারোর সাবেক প্রেসিডেন্টের আবাসিক ভবনের সামনে একটি সমাবেশ আয়োজন করে। আর এই সমাবেশের পরই বলসোনারোর বিরুদ্ধে প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগ নেয়া হয়।

এই সমাবেশের মাধ্যমে বলসোনারোর তার সমর্থকদের জড়ো করে পালানোর চেষ্টার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে, ব্রাজিলের সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত, ২০২২ সালে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে নির্বাচনে হেরে যান জেয়ার বলসোনারো। নির্বাচনে পরাজিত হওয়ার পরও বলসোনারো ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন। আর এই রাজনৈতিক অভ্যুত্থান চেষ্টার অভিযোগে তাকে চলতি বছরের শুরুতে ২৭ বছরের কারাদণ্ড দেয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন