আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এবার ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণ, নিহত ২

আমার দেশ অনলাইন
এবার ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণ, নিহত ২

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রভিডেন্সে অবস্থিত ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গুলিবর্ষণের ঘটনায় দুইজন নিহত এবং আটজন গুরুতর আহত হয়েছে। প্রভিডেন্সের মেয়র ব্রেট স্মাইলি এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।

বিজ্ঞাপন

স্থানীয় সময় শনিবার বিকেল ৪:২২ মিনিটে (২১:২২ GMT) বিশ্ববিদ্যালয় বারুস ও হলি ইঞ্জিনিয়ারিং ল্যাবের কাছে একজন সক্রিয় বন্দুকধারীর তথ্য পেয়ে জরুরি সতর্কতা জারি করে। শিক্ষার্থী ও কর্মীদের দরজা বন্ধ করে লুকিয়ে থাকার নির্দেশ দেওয়া হয়।

পরে গভর্নর স্ট্রিট এলাকায় আরও গুলি চালানো হয় এবং প্রভিডেন্স পুলিশ জানায়, ব্রাউন বিশ্ববিদ্যালয়ে এলাকায় একাধিক গুলির ঘটনা ঘটেছে। বর্তমানে সন্দেহভাজন বন্দুকধারী পলাতক, এবং পুলিশের তল্লাশি অব্যাহত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এফবিআই ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

এই সপ্তাহে এটি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয় বড় বন্দুক সহিংসতার ঘটনা। চার দিন আগে, কেন্টাকি স্টেট বিশ্ববিদ্যালয়েতে গুলিবর্ষণে একজন নিহত হয়।

২০২৫ সালের জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত অন্তত ৭৩টি স্কুলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, এই বছরই দেশটিতে কমপক্ষে ৩৮৯টি গণহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম প্রাচীনতম ব্রাউন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি আইভি লীগের অন্তর্ভুক্ত, যেখানে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ১১,০০৫।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন