পারমাণবিক আলোচনা প্রসঙ্গে ইরানকে যা বললেন এরদোয়ান

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৩৮

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, তিনি বিশ্বাস করেন পারমাণবিক আলোচনা অব্যাহত রাখা ইরানের জন্য কার্যকর হবে। সোমবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চীনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হলেও বিশেষ গুরুত্ব পায় ইরানের পারমাণবিক কর্মসূচি ও চলমান আলোচনা।

বিজ্ঞাপন

এরদোয়ান পেজেশকিয়ানকে জানান, তেহরানের জন্য পারমাণবিক আলোচনা অব্যাহত রাখা হবে একটি কার্যকর কূটনৈতিক কৌশল। তিনি উল্লেখ করেন, আঙ্কারা এই বিষয়ে ইরানের প্রতি তার ইতিবাচক অবস্থান এবং সমর্থন বজায় রাখবে।

তুরস্কের প্রেসিডেন্ট আরো বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বিশেষ করে জ্বালানি খাতে, শুধু তুরস্ক ও ইরানের জন্যই নয়, গোটা অঞ্চলের জন্য সুফল বয়ে আনবে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রয়োজনীয়তার দিকেও ইঙ্গিত দেন তিনি।

বৈঠকে আরও আলোচনা হয় আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্যিক সম্পর্ক এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ নিয়ে। আঙ্কারার প্রেসিডেন্ট দপ্তর এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত