এরদোয়ান জানান, তুরস্ক ইতিমধ্যে গাজায় সাহায্য পাঠানো শুরু করেছে। “আমরা যে সাহায্য ট্রাক পাঠিয়েছি, তা এখন গাজায় পৌঁছাতে শুরু করেছে। আগামী দিনে আমাদের প্রচেষ্টা আরও ত্বরান্বিত হবে। খাদ্য, ওষুধ ও আশ্রয় সামগ্রী পৌঁছে দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যা বন্ধের যেকোনো উদ্যোগে তুরস্ক পূর্ণ সমর্থন জানায়। তিনি বলেন, “দুই বছর ধরে গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধে যে কোনো প্রকল্প বা চুক্তিকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি।”
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র জানায়,“বিভিন্ন অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বহু আন্তর্জাতিক মিশনে অংশ নিয়েছে তুর্কি সেনারা। তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার কারণে সকল পক্ষের শ্রদ্ধা অর্জন করেছে তারা।”