আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি বাড়ল ৩০ শতাংশ: এরদোয়ান

আমার দেশ অনলাইন

তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি বাড়ল ৩০ শতাংশ: এরদোয়ান
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গত ১১ মাসে তুরস্কের প্রতিরক্ষা ও বিমান রপ্তানি সাত দশমিক ৪৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। শনিবার নৌ প্ল্যাটফর্ম কমিশনিং অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ১১ মাসে প্রতিরক্ষা ও বিমান রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

তিনি জোর দিয়ে বলেন, তুরস্ক বর্তমানে বিশ্বের ১১তম প্রতিরক্ষা রপ্তানিকারক। এরদোয়ান বলেন, তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রকল্পগুলো কেবল সরঞ্জাম উন্নয়নই নয় বরং প্রযুক্তি উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ করার লক্ষ্যেও কাজ করে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, তুরস্ক বিশ্বের ১০টি দেশের মধ্যে একটি, যারা নিজস্ব যুদ্ধজাহাজ তৈরি এবং পরিচালনা করতে সক্ষম। এরদোয়ান জানান, ৩০০ মিটার দীর্ঘ বিমানবাহী রণতরী নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছে। স্থল, সমুদ্র, আকাশ এবং সাইবারস্পেসে প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধির জন্য আরো প্রকল্প চালু করা হবে। তিনি বলেন, গবেষণা ও উন্নয়ন থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত সকল পর্যায়ে দেশীয় এবং জাতীয় সম্পদ ব্যবহার করে সম্পন্ন করা হবে।

তিনি বলেন, ‘আমাদের সামরিক খাতে বিনিয়োগ যুদ্ধের প্রস্তুতির জন্য নয়, বরং শান্তি, স্বাধীনতা এবং আমাদের ভবিষ্যত রক্ষার জন্য।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন