আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় ‘শান্তি পর্ষদে’ যোগ দিতে এরদোয়ানকে ট্রাম্পের আমন্ত্রণ

আমার দেশ অনলাইন

গাজায় ‘শান্তি পর্ষদে’ যোগ দিতে এরদোয়ানকে ট্রাম্পের আমন্ত্রণ
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ-পরবর্তী গাজা তত্ত্বাবধানের লক্ষ্যে গঠিত ‘শান্তি পর্ষদ’ (বোর্ড অব পিস)-এ যোগ দিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে আমন্ত্রণ জানিয়েছেন।

বিজ্ঞাপন

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, তুরস্ক শনিবার এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার ট্রাম্প পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দেন এবং এতে এরদোয়ানকে পর্ষদের ‘প্রতিষ্ঠাতা সদস্য’ হওয়ার আহ্বান জানানো হয়।

তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি প্রকাশ করেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন