আমার দেশ অনলাইন
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বৃহস্পতিবার ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই নেতা ফিলিস্তিন প্রশ্নে একযোগে অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন এবং দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করেন।
বৃহস্পতিবার ওমানের রাজধানী মাস্কাটের আল আলম প্রাসাদে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তুর্কি কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় নেতা ফিলিস্তিনি ইস্যু সমাধানে সংলাপ ও মধ্যস্থতার গুরুত্ব তুলে ধরেন এবং ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে নিজেদের সংহতি পুনর্ব্যক্ত করেন।
তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, এরদোয়ান ও সুলতান হাইথাম শিল্প, প্রতিরক্ষা, অর্থনীতি ও যোগাযোগসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হন।
বিবৃতিতে আরো বলা হয়, “অনেক বিষয়ে—বিশেষত ফিলিস্তিনি প্রশ্নে—তুরস্ক ও ওমানের অবস্থান অভিন্ন।
এছাড়াও আরো জানানো হয়,“তুরস্ক ও ওমান বহুদিনের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ভাগাভাগি করে। প্রেসিডেন্ট এরদোয়ান জোর দিয়ে বলেন, এই সফর দুই দেশের সম্পর্ককে আরও গভীর করেছে।”
ফিলিস্তিন প্রসঙ্গে দুই নেতা গাজায় দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন। এরদোয়ান ওমানের মধ্যস্থতা ও সংলাপের ভূমিকার প্রশংসা করে ফিলিস্তিনি জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বৈঠকের শেষে তুরস্ক ও ওমানের মধ্যে মোট ১৬টি নতুন চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বৃহস্পতিবার ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই নেতা ফিলিস্তিন প্রশ্নে একযোগে অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন এবং দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করেন।
বৃহস্পতিবার ওমানের রাজধানী মাস্কাটের আল আলম প্রাসাদে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তুর্কি কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় নেতা ফিলিস্তিনি ইস্যু সমাধানে সংলাপ ও মধ্যস্থতার গুরুত্ব তুলে ধরেন এবং ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে নিজেদের সংহতি পুনর্ব্যক্ত করেন।
তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, এরদোয়ান ও সুলতান হাইথাম শিল্প, প্রতিরক্ষা, অর্থনীতি ও যোগাযোগসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হন।
বিবৃতিতে আরো বলা হয়, “অনেক বিষয়ে—বিশেষত ফিলিস্তিনি প্রশ্নে—তুরস্ক ও ওমানের অবস্থান অভিন্ন।
এছাড়াও আরো জানানো হয়,“তুরস্ক ও ওমান বহুদিনের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ভাগাভাগি করে। প্রেসিডেন্ট এরদোয়ান জোর দিয়ে বলেন, এই সফর দুই দেশের সম্পর্ককে আরও গভীর করেছে।”
ফিলিস্তিন প্রসঙ্গে দুই নেতা গাজায় দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন। এরদোয়ান ওমানের মধ্যস্থতা ও সংলাপের ভূমিকার প্রশংসা করে ফিলিস্তিনি জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বৈঠকের শেষে তুরস্ক ও ওমানের মধ্যে মোট ১৬টি নতুন চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ইতিহাসে ফিরে গেলে দেখা যায়, ১৫৩০-এর দশকে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি রোমের পোপের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। রাজা হেনরি তার বিবাহ বাতিলের অনুরোধ করেছিলেন, কিন্তু পোপ তা প্রত্যাখ্যান করেন। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে হেনরি রোমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এর ফলেই ইংল্যান্ডে রোমান ক্যাথলিক চার্চ...
২ ঘণ্টা আগেএই আলোচনায় মিশরে একটি ইউরোপীয় বিনিয়োগ করিডোর স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা আফ্রিকান ও আরব বাজারে প্রবেশের একটি কৌশলগত প্রবেশদ্বার হিসেবে কাজ করবে। আর এটি মিশরকে ইউরোপের সরবরাহ শৃঙ্খলের সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত করবে।
২ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই নিষেধাজ্ঞায় তীব্র নিন্দা জানিয়েছে চীন। দেশটি জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য নিষেধাজ্ঞায় নয় বরং সংলাপ এবং আলোচনাই কার্যকর উপায়।
৪ ঘণ্টা আগেরুশ আগ্রাসনের জবাবে এবার দেশটির জ্বালানি খাতের দুই বৃহৎ প্রতিষ্ঠান রসনেফট ও লুকঅয়েল কোম্পানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাবে বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম এক লাফে ৩ শতাংশ বেড়ে গেছে।
৪ ঘণ্টা আগে