
আমার দেশ অনলাইন

তুর্কিয়ে ছাড়া মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে কোনও স্থায়ী রাজনৈতিক বা নিরাপত্তা কাঠামো গড়ে তোলা সম্ভব নয়— এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জোর দিয়ে বলেছেন, সিরিয়া ও গাজা সংকট থেকে শুরু করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পর্যন্ত— প্রতিটি আঞ্চলিক ইস্যুতে তুর্কিয়ের অংশগ্রহণ অপরিহার্য।
রোববার তুরস্কভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল ইস্তাম্বুল কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত “তুর্কিয়ে শতাব্দীর বৈঠক”-এর সমাপনী অধিবেশনের ভাষণে তুর্কিয়েকে আঞ্চলিক ও বৈশ্বিক কূটনীতিতে অপরিহার্য শক্তি হিসেবে তুলে ধরেন এরদোয়ার।
তিনি বলেন, তুর্কিয়ে এখন তার ভূরাজনৈতিক অবস্থান, মানবিক কূটনীতি ও মধ্যস্থতাকারী ভূমিকার মাধ্যমে “একটি সম্মানিত কণ্ঠস্বর” হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশটি কেবল নিজের নিরাপত্তার জন্যই নয়, বরং পুরো অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে কাজ করছে।
এরদোয়ান তার ভাষণে উচ্চাভিলাষী এক পররাষ্ট্রনীতির রূপরেখা তুলে ধরেন। তিনি এমন এক ভবিষ্যতের কথা বলেন, যেখানে “কোনও প্রজন্ম নষ্ট হবে না, মায়েরা কাঁদবেন না এবং তুর্কিয়ের ভৌগোলিক পরিসরে শান্তি ও উন্নতি বিরাজ করবে।” এই দৃষ্টিভঙ্গি জাতীয় নিরাপত্তার পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার প্রতিফলন ঘটায়।
তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, তুর্কিয়ে সন্ত্রাসবাদ নির্মূল এবং সীমান্তের ভেতর ও বাইরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। তার ভাষায়, দেশটি প্রথমে নিজেদের ভেতরে একটি সন্ত্রাসমুক্ত সমাজ গড়বে, তারপর গোটা অঞ্চলে স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উত্তরাধিকার সৃষ্টি করবে।
এরদোয়ান তুরস্কের আন্তর্জাতিক ভূমিকা সম্পর্কে বলেন, আঙ্কারা তার প্রতিবেশী দেশগুলো এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সহযোগিতামূলক নীতি অনুসরণ করবে। স্থিতিশীলতা, সহযোগিতা ও শান্তি— এই তিনটি মূলনীতিকে সামনে রেখে তুর্কিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক কূটনীতিতে অবদান রাখতে চায়।

তুর্কিয়ে ছাড়া মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে কোনও স্থায়ী রাজনৈতিক বা নিরাপত্তা কাঠামো গড়ে তোলা সম্ভব নয়— এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জোর দিয়ে বলেছেন, সিরিয়া ও গাজা সংকট থেকে শুরু করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পর্যন্ত— প্রতিটি আঞ্চলিক ইস্যুতে তুর্কিয়ের অংশগ্রহণ অপরিহার্য।
রোববার তুরস্কভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল ইস্তাম্বুল কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত “তুর্কিয়ে শতাব্দীর বৈঠক”-এর সমাপনী অধিবেশনের ভাষণে তুর্কিয়েকে আঞ্চলিক ও বৈশ্বিক কূটনীতিতে অপরিহার্য শক্তি হিসেবে তুলে ধরেন এরদোয়ার।
তিনি বলেন, তুর্কিয়ে এখন তার ভূরাজনৈতিক অবস্থান, মানবিক কূটনীতি ও মধ্যস্থতাকারী ভূমিকার মাধ্যমে “একটি সম্মানিত কণ্ঠস্বর” হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশটি কেবল নিজের নিরাপত্তার জন্যই নয়, বরং পুরো অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে কাজ করছে।
এরদোয়ান তার ভাষণে উচ্চাভিলাষী এক পররাষ্ট্রনীতির রূপরেখা তুলে ধরেন। তিনি এমন এক ভবিষ্যতের কথা বলেন, যেখানে “কোনও প্রজন্ম নষ্ট হবে না, মায়েরা কাঁদবেন না এবং তুর্কিয়ের ভৌগোলিক পরিসরে শান্তি ও উন্নতি বিরাজ করবে।” এই দৃষ্টিভঙ্গি জাতীয় নিরাপত্তার পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার প্রতিফলন ঘটায়।
তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, তুর্কিয়ে সন্ত্রাসবাদ নির্মূল এবং সীমান্তের ভেতর ও বাইরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। তার ভাষায়, দেশটি প্রথমে নিজেদের ভেতরে একটি সন্ত্রাসমুক্ত সমাজ গড়বে, তারপর গোটা অঞ্চলে স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উত্তরাধিকার সৃষ্টি করবে।
এরদোয়ান তুরস্কের আন্তর্জাতিক ভূমিকা সম্পর্কে বলেন, আঙ্কারা তার প্রতিবেশী দেশগুলো এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সহযোগিতামূলক নীতি অনুসরণ করবে। স্থিতিশীলতা, সহযোগিতা ও শান্তি— এই তিনটি মূলনীতিকে সামনে রেখে তুর্কিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক কূটনীতিতে অবদান রাখতে চায়।

ভারতের মুসলমানরা দীর্ঘদিন ধরেই গাজার ফিলিস্তিনিদের সাথে গভীর সংহতি প্রকাশ করছে। কিন্তু তাদের এই সহানুভূতি হিন্দু ডানপন্থীদের অস্থির করে তোলে। তাই তারা ভারতীয় মুসলমানদের মানসিকভাবে হয়রানি করার জন্য, গাজাকে উপহাসের প্রতীকে পরিণত করে।
৬ মিনিট আগে
পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারের বিষয়টি নিয়ে ভারত কি কোনো উদ্বেগ প্রকাশ করেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারা আনুষ্ঠানিকভাবে তা করেনি। অবশ্যই, ঐতিহাসিক কারণে কিছু উদ্বেগ তাদের থাকতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্র একাধিক অংশীদারের সঙ্গে কাজ করতে চায়।”
২ ঘণ্টা আগে
দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। আল-উদেইদ বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত এ বৈঠকে তিনি কাতারকে “একজন মহান মিত্র ও আঞ্চলিক শান্তির নির্ভরযোগ্য অংশীদার” বলে প্রশংসা করেন।
২ ঘণ্টা আগে
শনিবার মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাবাহিনীর বিমান ও ড্রোন হামলায় অন্তত একজন ফিলিস্তিনি নিহত হন। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। তবে হামাস বা ইসলামিক জিহাদ এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
৩ ঘণ্টা আগে