
আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারকে "মহান মিত্র" হিসেবে অভিহিত করেছেন। শনিবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশন (আসিয়ান)-এর ৪৭তম শীর্ষ সম্মেলনে যোগদানের পথে দোহায় সংক্ষিপ্ত বিরতিতে তিনি এই মন্তব্য করেন।
রোববার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। আল-উদেইদ বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত এ বৈঠকে তিনি কাতারকে “একজন মহান মিত্র ও আঞ্চলিক শান্তির নির্ভরযোগ্য অংশীদার” বলে প্রশংসা করেন।
ট্রাম্প বলেন, “আমাদের একজন মহান মিত্র আছে। তারা একজন মহান মিত্র। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে কাতার অসাধারণ ভূমিকা রাখছে, এবং আমি তাদের ধন্যবাদ জানাই।”
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, যুক্তরাষ্ট্র ও কাতার গত এক বছরে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। “আমরা একসঙ্গে অনেক কিছু অর্জন করেছি, বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে,” বলেন ট্রাম্প।
গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের বিষয়ে ট্রাম্প জানান, পরিকল্পনাটি "খুব দ্রুত কার্যকর হবে" এবং ইতিমধ্যে নেতৃত্ব নির্বাচনের কাজ চলছে। তার ভাষায়, “মধ্যপ্রাচ্যে এমন এক শান্তি আসছে যা গত ৩,০০০ বছরেও দেখা যায়নি। এটি এক প্রকৃত ও দীর্ঘস্থায়ী শান্তি হবে।”
এদিকে, কাতারের আমির শেখ তামিম তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ লেখেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত। এটি মধ্যপ্রাচ্যে শান্তি পরিকল্পনা ও গাজায় যুদ্ধের অবসান বিষয়ে আলোচনা করার একটি ভালো সুযোগ ছিল।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছি।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারকে "মহান মিত্র" হিসেবে অভিহিত করেছেন। শনিবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশন (আসিয়ান)-এর ৪৭তম শীর্ষ সম্মেলনে যোগদানের পথে দোহায় সংক্ষিপ্ত বিরতিতে তিনি এই মন্তব্য করেন।
রোববার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। আল-উদেইদ বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত এ বৈঠকে তিনি কাতারকে “একজন মহান মিত্র ও আঞ্চলিক শান্তির নির্ভরযোগ্য অংশীদার” বলে প্রশংসা করেন।
ট্রাম্প বলেন, “আমাদের একজন মহান মিত্র আছে। তারা একজন মহান মিত্র। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে কাতার অসাধারণ ভূমিকা রাখছে, এবং আমি তাদের ধন্যবাদ জানাই।”
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, যুক্তরাষ্ট্র ও কাতার গত এক বছরে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। “আমরা একসঙ্গে অনেক কিছু অর্জন করেছি, বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে,” বলেন ট্রাম্প।
গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের বিষয়ে ট্রাম্প জানান, পরিকল্পনাটি "খুব দ্রুত কার্যকর হবে" এবং ইতিমধ্যে নেতৃত্ব নির্বাচনের কাজ চলছে। তার ভাষায়, “মধ্যপ্রাচ্যে এমন এক শান্তি আসছে যা গত ৩,০০০ বছরেও দেখা যায়নি। এটি এক প্রকৃত ও দীর্ঘস্থায়ী শান্তি হবে।”
এদিকে, কাতারের আমির শেখ তামিম তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ লেখেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত। এটি মধ্যপ্রাচ্যে শান্তি পরিকল্পনা ও গাজায় যুদ্ধের অবসান বিষয়ে আলোচনা করার একটি ভালো সুযোগ ছিল।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছি।”

ভারতের মুসলমানরা দীর্ঘদিন ধরেই গাজার ফিলিস্তিনিদের সাথে গভীর সংহতি প্রকাশ করছে। কিন্তু তাদের এই সহানুভূতি হিন্দু ডানপন্থীদের অস্থির করে তোলে। তাই তারা ভারতীয় মুসলমানদের মানসিকভাবে হয়রানি করার জন্য, গাজাকে উপহাসের প্রতীকে পরিণত করে।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারের বিষয়টি নিয়ে ভারত কি কোনো উদ্বেগ প্রকাশ করেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারা আনুষ্ঠানিকভাবে তা করেনি। অবশ্যই, ঐতিহাসিক কারণে কিছু উদ্বেগ তাদের থাকতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্র একাধিক অংশীদারের সঙ্গে কাজ করতে চায়।”
৩ ঘণ্টা আগে
শনিবার মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাবাহিনীর বিমান ও ড্রোন হামলায় অন্তত একজন ফিলিস্তিনি নিহত হন। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। তবে হামাস বা ইসলামিক জিহাদ এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
৪ ঘণ্টা আগে
তিনি বলেন, তুর্কিয়ে এখন তার ভূরাজনৈতিক অবস্থান, মানবিক কূটনীতি ও মধ্যস্থতাকারী ভূমিকার মাধ্যমে “একটি সম্মানিত কণ্ঠস্বর” হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশটি কেবল নিজের নিরাপত্তার জন্যই নয়, বরং পুরো অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে কাজ করছে।
৪ ঘণ্টা আগে