
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব
মধ্যরাতে ঢাকায় পৌঁছবে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স
কাতারের আমিরের দেওয়া রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছবে মধ্যরাতে। বৃহস্পতিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব একথা জানান।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব
কাতারের আমিরের দেওয়া রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছবে মধ্যরাতে। বৃহস্পতিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব একথা জানান।

দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। আল-উদেইদ বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত এ বৈঠকে তিনি কাতারকে “একজন মহান মিত্র ও আঞ্চলিক শান্তির নির্ভরযোগ্য অংশীদার” বলে প্রশংসা করেন।

আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি জনগণের ট্র্যাজেডির ক্ষেত্রে সম্মান প্রদর্শন করতে অক্ষম উল্লেখ তিনি বলেন, গাজায় ইসরাইলের যুদ্ধ গণহত্যা ছাড়া আর কিছুই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের সুরক্ষা প্রদান করতে হবে এবং গণহত্যার অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

শেখ মোহামেদ জানান, সোমবারের আলোচনায় কাতার ও মিশর হামাসকে স্মরণ করিয়েছে আগে অস্ত্রকে নীরব করতে হবে। তিনি বলেন, দোহার তাৎক্ষণিক লক্ষ্য হলো যুদ্ধ, অনাহার, মানুষ হত্যা এবং গণহারে বাস্তুচ্যুত হওয়া বন্ধ করা। তিনি যোগ করেন, যে প্রস্তাব দেওয়া হয়েছে তার ব্যাপারে আলোচনা করা দরকার।