আমার দেশ অনলাইন
মঙ্গলবার গভীর রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি গাজা সংকট, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি এবং বৈশ্বিক শান্তি প্রচেষ্টার বিষয়ে তার দেশের স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন। এছাড়াও সম্প্রতি দোহার কেন্দ্রস্থলে একটি আবাসিক ভবনে ইসরাইলের "বিশ্বাসঘাতক" হামলার নিন্দা জানিয়েছেন। তার দেওয়া ভাষণে চারটি প্রধান বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বুধবার তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গাজায় ইসরাইলি হামলার সমালোচনা
কাতারের আমির গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র সমালোচনা করেন। তিনি জানান, ইসরাইল যুদ্ধকে ব্যবহার করছে গাজাকে বসবাসের অযোগ্য করে তুলেছে। এছাড়াও ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করা হচ্ছে। এ হামলার পরিণতি কেবল গাজাতেই নয়, বরং পশ্চিম তীর এবং আল-আকসা মসজিদ পর্যন্ত বিস্তৃত হচ্ছে।
যুদ্ধবিরতির লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা
তিনি জানান, কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইসরাইলের সাম্প্রতিক কর্মকাণ্ড এসব প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে বলে তিনি আভাস দেন।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান
কাতারের আমির পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে জোরালো অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর প্রশংসা করেন এবং অন্যান্য দেশগুলিকেও আহ্বান জানান। এছাড়াও বাকি দেশগুলোকে উদ্দেশ্য তিনি বলেন নীরবতা কেবল গণহত্যা এবং দখলদারিত্ব অব্যাহত রাখতে সহায়তা করে।
আন্তর্জাতিক শান্তি ও সংলাপে কাতারের ভূমিকা
তিনি বিশ্বমঞ্চে কাতারকে একটি বিশ্বস্ত মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেন। ইউক্রেন, আফ্রিকা, সিরিয়া, লেবানন ও সুদানে শান্তি প্রচেষ্টায় কাতারের সক্রিয় অংশগ্রহণের কথা জানান। একইসঙ্গে তিনি আগামী বছরের সামাজিক উন্নয়ন শীর্ষ সম্মেলন এবং ২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।
মঙ্গলবার গভীর রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি গাজা সংকট, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি এবং বৈশ্বিক শান্তি প্রচেষ্টার বিষয়ে তার দেশের স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন। এছাড়াও সম্প্রতি দোহার কেন্দ্রস্থলে একটি আবাসিক ভবনে ইসরাইলের "বিশ্বাসঘাতক" হামলার নিন্দা জানিয়েছেন। তার দেওয়া ভাষণে চারটি প্রধান বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বুধবার তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গাজায় ইসরাইলি হামলার সমালোচনা
কাতারের আমির গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র সমালোচনা করেন। তিনি জানান, ইসরাইল যুদ্ধকে ব্যবহার করছে গাজাকে বসবাসের অযোগ্য করে তুলেছে। এছাড়াও ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করা হচ্ছে। এ হামলার পরিণতি কেবল গাজাতেই নয়, বরং পশ্চিম তীর এবং আল-আকসা মসজিদ পর্যন্ত বিস্তৃত হচ্ছে।
যুদ্ধবিরতির লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা
তিনি জানান, কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইসরাইলের সাম্প্রতিক কর্মকাণ্ড এসব প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে বলে তিনি আভাস দেন।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান
কাতারের আমির পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে জোরালো অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর প্রশংসা করেন এবং অন্যান্য দেশগুলিকেও আহ্বান জানান। এছাড়াও বাকি দেশগুলোকে উদ্দেশ্য তিনি বলেন নীরবতা কেবল গণহত্যা এবং দখলদারিত্ব অব্যাহত রাখতে সহায়তা করে।
আন্তর্জাতিক শান্তি ও সংলাপে কাতারের ভূমিকা
তিনি বিশ্বমঞ্চে কাতারকে একটি বিশ্বস্ত মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেন। ইউক্রেন, আফ্রিকা, সিরিয়া, লেবানন ও সুদানে শান্তি প্রচেষ্টায় কাতারের সক্রিয় অংশগ্রহণের কথা জানান। একইসঙ্গে তিনি আগামী বছরের সামাজিক উন্নয়ন শীর্ষ সম্মেলন এবং ২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।
উগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
২ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৪ ঘণ্টা আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৪ ঘণ্টা আগে