ট্রাম্পের প্রস্তাবের অস্পষ্টতার ব্যাখ্যা চাইলেন কাতারের আমির

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১৯: ১২

কাতারের আমির শেখ মোহামেদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন গাজা শান্তি প্রস্তাব যুদ্ধ বন্ধের একটি সুযোগ তৈরি করেছে, তবে প্রস্তাবের কয়েকটি পয়েন্ট ব্যাখ্যা ও সমঝোতা প্রয়োজন।

মঙ্গলবার তুরস্কভিত্তিক গণমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন। তিনি আশা প্রকাশ করেন, সব পক্ষ এই উদ্যোগকে গঠনমূলকভাবে গ্রহণ করবে। একই সময়ে তিনি বলেন, ফিলিস্তিনি অংশগুলোর সম্মতি এটা সফল করার জন্য অত্যাবশ্যক।

শেখ মোহামেদ জানান, সোমবারের আলোচনায় কাতার ও মিশর হামাসকে স্মরণ করিয়েছে আগে অস্ত্রকে নীরব করতে হবে। তিনি বলেন, দোহার তাৎক্ষণিক লক্ষ্য হলো যুদ্ধ, অনাহার, মানুষ হত্যা এবং গণহারে বাস্তুচ্যুত হওয়া বন্ধ করা। তিনি যোগ করেন, যে প্রস্তাব দেওয়া হয়েছে তার ব্যাপারে আলোচনা করা দরকার। বিশেষ করে কীভাবে এসব কাজ করা হবে তা নিয়ে বিস্তারিত আলাপ প্রয়োজন।

তিনি আরো বলেন, ফিলিস্তিনি জনসাধারণকে তাদের ভূমিতেই রাখতে ফিলিস্তিনি এবং মুসলিম দেশগুলো অক্লান্তভাবে কাজ করছে। তিনি বলেন, বর্তমানে একটি সুযোগ এসেছে; এটাকে কাজে লাগিয়ে কার্যকর সফলতা আনা উচিত।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত