আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওডেসা বন্দরে তুর্কি জাহাজ হামলায় এরদোয়ানের যে সতর্কবার্তা

আমার দেশ অনলাইন
ওডেসা বন্দরে তুর্কি জাহাজ হামলায় এরদোয়ানের যে সতর্কবার্তা

সাম্প্রতিক সময়ে কৃষ্ণ সাগর অঞ্চল বেশ কয়েকবার বারবার হামলা চালানো হয়েছে। শুক্রবার ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার বিমান হামলায় একটি তুর্কি মালিকানাধীন জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

শনিবার তিনি সতর্ক করে বলেন, কৃষ্ণ সাগরকে কখনোই সংঘাতের ক্ষেত্র হিসেবে বিবেচনা করা উচিত নয়, কারণ এতে রাশিয়া বা ইউক্রেন—কারোরই লাভ হবে না।

বিজ্ঞাপন

মিডল ইস্ট আই এর প্রতিবেদনে এসেছে, এরদোয়ান বলেছেন, কৃষ্ণ সাগরে সবার জন্য নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তার মতে, এই অঞ্চলকে উত্তেজনাপূর্ণ করে তুললে আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

উল্লেখ্য, তুর্কমেনিস্তানে এক শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে বিষয়টি ব্যক্তিগতভাবে উত্থাপন করার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটে। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বন্দর ও জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে এরদোয়ান ‘সীমিত যুদ্ধবিরতি’র আহ্বান জানিয়েছেন।

এরদোয়ান আরো বলেন, এই ইস্যুতে তুরস্কের অবস্থান পুতিনসহ সংশ্লিষ্ট সবাই ভালোভাবেই জানেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার সুযোগ পাওয়া যাবে। তিনি বলেন, ‘শান্তি খুব বেশি দূরে নয়— আমরা তা দেখতে পাচ্ছি।’

তুরস্ক বারবার ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার পক্ষে অবস্থান নিয়েছে এবং ক্রিমিয়া দখলকে স্বীকৃতি দেয়নি, যদিও আড়ালে যুদ্ধ সমাধানে কিছু কঠিন বাস্তবতার কথাও স্বীকার করে আসছে।

তবে, তুরস্কের কর্মকর্তারা বিশ্বাস করেন যে, ইউক্রেন যুদ্ধের সমাধান কেবল কিছু ইউক্রেনীয় অঞ্চল হারানোর মাধ্যমেই সম্ভব, আর এই বার্তাটি তারা কমপক্ষে ২০২২ সাল থেকে দিয়ে আসছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন