
আমার দেশ অনলাইন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জার্মানির নীরবতা নিয়ে প্রশ্ন তোলেছেন। বৃহস্পতিবার আঙ্কারায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি মানবিক সংকট নিরসনে জার্মানিকে সক্রিয় ভূমিকা নেয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এরদোয়ান বলেন, “ইসরাইলের হামলায় শিশু, নারী ও বৃদ্ধসহ প্রায় ৬০,০০০ মানুষ নিহত হয়েছে। ফিলিস্তিনি দল হামাসের কাছে বোমা বা পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু ইসরাইলের আছে এবং তারা তা ব্যবহার করেছে। জার্মানি, তুমি কি এটা দেখতে পাচ্ছ না?”
তিনি জোর দিয়ে বলেন, গাজায় নৃশংসতা রোধ করা, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধান প্রয়োজন। “আমরা যেমন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চাই, তেমনি গাজার উপর ইসরাইলের যুদ্ধের অবসানকেও সমর্থন করি। তুরস্ক ও জার্মানি দুটো গুরুত্বপূর্ণ দেশ যা মিলিতভাবে এটি অর্জন করতে পারে।”
এরদোয়ান আরও জানান, তুরস্কের রেড ক্রিসেন্ট গাজায় খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, তবে এখনও পর্যাপ্ত নয়। “এখন পর্যন্ত আমরা ১,০০,০০০ টনেরও বেশি খাদ্য সহায়তা পাঠিয়েছি, কিন্তু অব্যাহত সহায়তা অপরিহার্য। জার্মানির রেড ক্রস ও আমাদের তুর্কি রেড ক্রিসেন্টকে সম্পৃক্ত করে গণহত্যা ও ইচ্ছাকৃত অনাহার বন্ধ করতে হবে।”
তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলায় ৬৮,৫০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে প্রায় সব নারী ও শিশু। এরদোয়ান জোর দিয়ে বলেন, তুরস্ক ফিলিস্তিনি দল হামাসের সঙ্গে ধারাবাহিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং সমস্যার প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জার্মানির নীরবতা নিয়ে প্রশ্ন তোলেছেন। বৃহস্পতিবার আঙ্কারায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি মানবিক সংকট নিরসনে জার্মানিকে সক্রিয় ভূমিকা নেয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এরদোয়ান বলেন, “ইসরাইলের হামলায় শিশু, নারী ও বৃদ্ধসহ প্রায় ৬০,০০০ মানুষ নিহত হয়েছে। ফিলিস্তিনি দল হামাসের কাছে বোমা বা পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু ইসরাইলের আছে এবং তারা তা ব্যবহার করেছে। জার্মানি, তুমি কি এটা দেখতে পাচ্ছ না?”
তিনি জোর দিয়ে বলেন, গাজায় নৃশংসতা রোধ করা, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধান প্রয়োজন। “আমরা যেমন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চাই, তেমনি গাজার উপর ইসরাইলের যুদ্ধের অবসানকেও সমর্থন করি। তুরস্ক ও জার্মানি দুটো গুরুত্বপূর্ণ দেশ যা মিলিতভাবে এটি অর্জন করতে পারে।”
এরদোয়ান আরও জানান, তুরস্কের রেড ক্রিসেন্ট গাজায় খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, তবে এখনও পর্যাপ্ত নয়। “এখন পর্যন্ত আমরা ১,০০,০০০ টনেরও বেশি খাদ্য সহায়তা পাঠিয়েছি, কিন্তু অব্যাহত সহায়তা অপরিহার্য। জার্মানির রেড ক্রস ও আমাদের তুর্কি রেড ক্রিসেন্টকে সম্পৃক্ত করে গণহত্যা ও ইচ্ছাকৃত অনাহার বন্ধ করতে হবে।”
তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলায় ৬৮,৫০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে প্রায় সব নারী ও শিশু। এরদোয়ান জোর দিয়ে বলেন, তুরস্ক ফিলিস্তিনি দল হামাসের সঙ্গে ধারাবাহিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং সমস্যার প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে।


বাংলাদেশে পুশব্যাকের আশঙ্কায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার ইলামবাজার এলাকায় ৯৫ বছর বয়সি এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। মৃত ব্যক্তির নাম কিশিতিশ মজুমদার। পরিবারের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আতঙ্ক থেকেই তিনি আত্মহত্যা করেছেন
২ ঘণ্টা আগে
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “এই চুক্তি আমাদের ক্রমবর্ধমান কৌশলগত অভিন্নতার প্রতিফলন এবং অংশীদারিত্বের একটি নতুন দশকের সূচনা করবে। প্রতিরক্ষা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে থাকবে। একটি মুক্ত, উন্মুক্ত ও নিয়ম-ভিত্তিক ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করার জন্য আ
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়ার পর থেকে বেতন পেতে হিমশিম খাচ্ছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। বৃহস্পতিবার পেট্রোর আইনজীবী ড্যানিয়েল কোভালিক এএফপি এ তথ্য জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
ওকল্যান্ড পুলিশ জানিয়েছে, গত ১৫ অক্টোবর ভোরে শহরের ওই স্টোরেজ সুবিধায় চুরির ঘটনাটি ঘটে। জাদুঘরের পরিচালক লরি ফোগার্টি জানান, এটি পরিকল্পিত শিল্প চুরি নয়, বরং “সুযোগের অপরাধ” বলে মনে হচ্ছে। “চোরেরা ভবনে ঢোকার পথ খুঁজে পেয়ে এবং তারা সহজে যা পেয়েছে, তা নিয়েই ভবন থেকে বেরিয়ে গেছে।’
৫ ঘণ্টা আগে