আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজা ইস্যুতে জার্মানির নীরবতাকে দুষলেন এরদোয়ান

আমার দেশ অনলাইন

গাজা ইস্যুতে জার্মানির নীরবতাকে দুষলেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জার্মানির নীরবতা নিয়ে প্রশ্ন তোলেছেন। বৃহস্পতিবার আঙ্কারায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি মানবিক সংকট নিরসনে জার্মানিকে সক্রিয় ভূমিকা নেয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এরদোয়ান বলেন, “ইসরাইলের হামলায় শিশু, নারী ও বৃদ্ধসহ প্রায় ৬০,০০০ মানুষ নিহত হয়েছে। ফিলিস্তিনি দল হামাসের কাছে বোমা বা পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু ইসরাইলের আছে এবং তারা তা ব্যবহার করেছে। জার্মানি, তুমি কি এটা দেখতে পাচ্ছ না?”

তিনি জোর দিয়ে বলেন, গাজায় নৃশংসতা রোধ করা, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধান প্রয়োজন। “আমরা যেমন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চাই, তেমনি গাজার উপর ইসরাইলের যুদ্ধের অবসানকেও সমর্থন করি। তুরস্ক ও জার্মানি দুটো গুরুত্বপূর্ণ দেশ যা মিলিতভাবে এটি অর্জন করতে পারে।”

এরদোয়ান আরও জানান, তুরস্কের রেড ক্রিসেন্ট গাজায় খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, তবে এখনও পর্যাপ্ত নয়। “এখন পর্যন্ত আমরা ১,০০,০০০ টনেরও বেশি খাদ্য সহায়তা পাঠিয়েছি, কিন্তু অব্যাহত সহায়তা অপরিহার্য। জার্মানির রেড ক্রস ও আমাদের তুর্কি রেড ক্রিসেন্টকে সম্পৃক্ত করে গণহত্যা ও ইচ্ছাকৃত অনাহার বন্ধ করতে হবে।”

তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলায় ৬৮,৫০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে প্রায় সব নারী ও শিশু। এরদোয়ান জোর দিয়ে বলেন, তুরস্ক ফিলিস্তিনি দল হামাসের সঙ্গে ধারাবাহিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং সমস্যার প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন