আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ক্ষমতার পালাবদলেও অক্ষত ভেনেজুয়েলার ‘দ্বিতীয় ব্যক্তি’ কেবেলোকে ঘিরে রহস্য

আমার দেশ অনলাইন

ক্ষমতার পালাবদলেও অক্ষত ভেনেজুয়েলার ‘দ্বিতীয় ব্যক্তি’ কেবেলোকে ঘিরে রহস্য
ছবি: সংগৃহীত।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার কয়েক মাস আগ থেকেই দেশটির প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কেবেলোর সঙ্গে গোপন যোগাযোগ চালিয়ে যাচ্ছিল ট্রাম্প প্রশাসন। রয়টার্স চারটি সূত্রের বরাতে জানিয়েছে, মাদুরোর ক্ষমতাচ্যুতির আগেও এবং পরেও এই যোগাযোগ অব্যাহত ছিল।

সূত্রগুলোর দাবি, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা কেবেলোকে তার নিয়ন্ত্রণাধীন নিরাপত্তা বাহিনী ব্যবহার করে বিরোধী দলকে দমন-পীড়ন না চালানোর জন্য সতর্ক করেছিলেন। এমনকি ৩ জানুয়ারি মার্কিন অভিযানের পরও ভেনেজুয়েলার গোয়েন্দা সংস্থা, পুলিশ ও সশস্ত্র বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

মাদুরোর ক্ষমতাচ্যুতির কয়েক ঘন্টা পর, ওয়াশিংটনের কিছু বিশ্লেষক এবং রাজনীতিবিদ প্রশ্ন তোলেন যে কেন আমেরিকা ক্যাবেলোকেও ধরে নিল না - মাদুরোর বিরুদ্ধে বিচার বিভাগের অভিযোগে দ্বিতীয় স্থানে রয়েছে।

রিপাবলিকান মার্কিন প্রতিনিধি মারিয়া এলভিরা সালাজার ১১ জানুয়ারী সিবিএসের "ফেস দ্য নেশন"-এর সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি জানি যে কেবেলো দিওসদাদো সম্ভবত মাদুরো এবং ডেলসির চেয়েও খারাপ’ ।

কেবেলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। ২০২০ সালে যুক্তরাষ্ট্র তার মাথার দাম ঘোষণা করে ১০ মিলিয়ন ডলার, যা পরে বাড়িয়ে ২৫ মিলিয়ন ডলার করা হয়। যদিও ক্যাবেলো এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

মার্কিন মাদক পাচারের মামলায় মাদুরোর পাশাপাশি কেবেলোর নাম থাকলেও, সাম্প্রতিক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়নি। সূত্র জানিয়েছে, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাবেলোর ভূমিকা ট্রাম্প প্রশাসনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন, ক্যাবেলো যদি তার নিয়ন্ত্রণাধীন শক্তিগুলো ব্যবহার করার সিদ্ধান্ত নেন, তাহলে দেশে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এতে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ক্ষমতা দখলের প্রচেষ্টা হুমকির মুখে পড়তে পারে।

কেবেলোর সঙ্গে আলোচনায় ভেনেজুয়েলার ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে কোনও চূড়ান্ত সমঝোতা হয়েছে কিনা, তা স্পষ্ট নয়। তিনি মার্কিন সতর্কবার্তায় গুরুত্ব দিয়েছেন কিনা, তাও অজানা। তবে প্রকাশ্যে তিনি রদ্রিগেজের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন, যাকে এখন পর্যন্ত ট্রাম্প প্রকাশ্যে প্রশংসা করেছেন।

কথোপকথনের সঙ্গে পরিচিত একাধিক ব্যক্তি জানিয়েছেন, কেবেলো সরাসরি ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন। সংবেদনশীল তথ্যের কারণে সব সূত্রকে নাম প্রকাশ না করার শর্তে কথা বলতে হয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউস ও ভেনেজুয়েলা সরকার তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি।

দীর্ঘদিন ধরেই ক্যাবেলোকে ভেনেজুয়েলার দ্বিতীয় সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে দেখা হয়। প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ঘনিষ্ঠ সহযোগী ও মাদুরোর দীর্ঘদিনের অনুগত হিসেবে তিনি পরিচিত। সরকারবিরোধী দমন-পীড়নের প্রধান বাস্তবায়নকারী হিসেবেও তাকে ভয় পায় বিরোধীরা।

একজন সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে কেবেলো সামরিক ও বেসামরিক পাল্টা গোয়েন্দা সংস্থাগুলোর ওপর শক্ত প্রভাব রাখেন। সরকারপন্থী মিলিশিয়া কোলেকটিভোর সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এসব সশস্ত্র গোষ্ঠী অতীতে সরকারবিরোধী বিক্ষোভ দমনে ব্যবহৃত হয়েছে।

ওয়াশিংটনের দৃষ্টিতে কেবেলো মাদুরোর ঘনিষ্ঠ কয়েকজন অনুগতের একজন, যাদের ওপর অনির্দিষ্ট রূপান্তরকালীন সময়ে স্থিতিশীলতা বজায় রাখার জন্য নির্ভর করা হচ্ছে। তবে দমন-পীড়নের অতীত রেকর্ড ও রদ্রিগেজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কারণে তাকে সম্ভাব্য বড় ঝুঁকি হিসেবেও দেখছেন মার্কিন কর্মকর্তারা।

এদিকে রয়টার্সের ভেনেজুয়েলার সূত্র জানিয়েছে, ডেলসি রদ্রিগেজ নিজের ক্ষমতা সুসংহত করতে গুরুত্বপূর্ণ পদে অনুগতদের বসাচ্ছেন এবং তেল উৎপাদন বাড়াতে মার্কিন দাবিও মেনে নিচ্ছেন।

ট্রাম্পের প্রথম মেয়াদে ভেনেজুয়েলায় বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা এলিয়ট আব্রামস বলেন, অনেক ভেনেজুয়েলার মনে করেন, প্রকৃত গণতান্ত্রিক পরিবর্তনের জন্য এক সময় ক্যাবেলোকে অপসারণ করা জরুরি।

মাদুরোর ক্ষমতাচ্যুতির পর কেন কেবেলোকে গ্রেপ্তার করা হয়নি—এ নিয়ে ওয়াশিংটনে প্রশ্ন উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলায় চেকপয়েন্ট ও তল্লাশি কমে আসার লক্ষণ দেখা যাচ্ছে।

সরকার জানিয়েছে, রাজনৈতিক বন্দীদের মুক্তির প্রক্রিয়া চলছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কেবেলোই এই কার্যক্রম তদারকি করছেন। যদিও মানবাধিকার সংগঠনগুলো বলছে, মুক্তির গতি অত্যন্ত ধীর এবং এখনও শত শত মানুষ অন্যায়ভাবে আটক রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...