আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মার্কিন সিনেটে ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

আমার দেশ অনলাইন

মার্কিন সিনেটে ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ২০২৬ অর্থবছরের জন্য প্রতিরক্ষা নীতি ও ব্যয় নির্ধারণে ৯০১ বিলিয়ন ডলারের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন (এনডিএএ) পাস করেছে। বুধবার অনুষ্ঠিত ভোটে বিলটি ৭৭–২০ ব্যবধানে অনুমোদিত হয়। এর আগে গত মাসে প্রতিনিধি পরিষদেও বিলটি পাস হয়েছিল। এখন এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদদে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই প্রতিরক্ষা বিলে ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার বাস্তবায়নের পাশাপাশি মার্কিন সামরিক কার্যক্রমের ওপর কংগ্রেসের তদারকি বজায় রাখার নানা বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিল অনুযায়ী, ন্যাটো মিত্রদের সঙ্গে পরামর্শ এবং জাতীয় স্বার্থে সিদ্ধান্ত ছাড়া ইউরোপে মার্কিন সেনা সংখ্যা ৭৬ হাজারের নিচে নামানো যাবে না। বর্তমানে ইউরোপে প্রায় ৮০ হাজার থেকে এক লাখ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। একইভাবে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনা সংখ্যা ২৮ হাজার ৫০০-এর নিচে নামানোর ক্ষেত্রেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

আইনটিতে ইউক্রেন নিরাপত্তা সহায়তা উদ্যোগের আওতায় মোট ৮০০ মিলিয়ন ডলার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে আগামী দুই বছরের জন্য ৪০০ মিলিয়ন ডলার বরাদ্দ এবং ইউক্রেনের জন্য অস্ত্র উৎপাদনে প্রতিবছর আরও ৪০০ মিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে।

এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় তাইওয়ান নিরাপত্তা সহযোগিতা উদ্যোগের জন্য ১ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। এছাড়া ইসরাইলের জন্য ৬০০ মিলিয়ন ডলার নিরাপত্তা সহায়তা অনুমোদন করা হয়েছে, যার মধ্যে আয়রন ডোমসহ যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির তহবিল রয়েছে।

বিলে কংগ্রেসের তদারকি জোরদারে নতুন রিপোর্টিং বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন চোরাচালান ও পাচারবিরোধী অভিযানে চালানো হামলার বিস্তারিত তথ্য কংগ্রেসকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া আইনটিতে ২০০৩ সালের ইরাক যুদ্ধ এবং ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের অনুমোদন বাতিল করা হয়েছে, যাতে ভবিষ্যতে কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক পদক্ষেপের ঝুঁকি কমে।

প্রতিরক্ষা বিভাগের বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই) কর্মসূচি বাতিল করে প্রায় ৪০ মিলিয়ন ডলার সাশ্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন–সংক্রান্ত পেন্টাগন কর্মসূচি থেকে ১.৬ বিলিয়ন ডলার ব্যয় কমানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন