বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানেও অনুভূত হয়েছে ভূমিকম্প। শুক্রবার সকালে হঠাৎ কেঁপে ওঠে কলকাতা শহর। এছাড়াও কম্পন অনুভূত হয়েছে কোচবিহার থেকে কাকদ্বীপ সব জায়গায়। হুগলি, নদিয়া, মুর্শিদাবাদেও অনুভূত হয়েছে মৃদু কম্পন। খবর আনন্দবাজারের।
সকাল ১০টা ৮ মিনিট নাগাদ কম্পন শুরু হয়। চলে বেশ কয়েক সেকেন্ড ধরে। ঘরের মধ্যে পাখা, চেয়ার, টেবিল দুলতে দেখা যায়। আতঙ্কে অনেকে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখনো পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সমাজমাধ্যমে অনেকেই নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। কেউ ঘরের সিলিং ফ্যান, ঝাড়বাতির ভিডিয়ো পোস্ট করেছেন। কেউ আবার রাস্তার ভিডিয়ো দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে বহু মানুষ ভবন থেকে বেরিয়ে এসেছেন।
ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের নরসিংদীর মাধবদী এলাকায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে ধারণা করা হচ্ছে। তবে আগের একই মাত্রার ভূমিকম্পগুলোর চেয়ে আজকের কম্পনের তীব্রতা অনেক বেশি ছিল। শুক্রবার সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
মাসদুয়েক আগে আসামের ভূমিকম্পে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠেছিল। কলকাতাসহ দক্ষিণবঙ্গেও তার মৃদু প্রভাব পড়েছিল। গত ১৪ সেপ্টেম্বর বিকেলের সেই ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের গুয়াহাটি এবং তেজপুরের মাঝে ওদালগুরি।
আরএ


ভূমিকম্পে ঢাকার অসংখ্য ভবনে ফাটল