কেনিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৬ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১২: ৪১
ছবি: বিবিসি

কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার আবাসিক এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। খবর বার্তা সংস্থা এপির।

দাতব্য প্রতিষ্ঠান আমরেফ ফ্লাইং ডক্টরস জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা ১৭ মিনিটের দিকে উইলসন থেকে উড্ডয়নের পর সোমালিল্যান্ডে যাওয়ার পথে দুপুর তিনটার দিকে কাইম্বুর কাছে একটি আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়।

বিজ্ঞাপন

তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা বা দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছুই জানায়নি চিকিৎসাসেবা দানকারী সংস্থাটি।

কিয়াম্বু কাউন্টি কমিশনার হেনরি ওয়াফুলা ঘটনাস্থলে সাংবাদিকদের জানিয়েছেন, দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা চারজন নিহত হয়েছেন। এছাড়া বিমানটি যে বাড়িতে বিধ্বস্ত হয়েছে, সেখানে আরো দুজন নিহত হয়েছেন।

কেনিয়া রেড ক্রিসেন্ট জানিয়েছে. তাদের উদ্ধারকারী দল নাইরোবির সীমান্তবর্তী কিয়াম্বু কাউন্টিতে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।

তদন্তকারীরা দুর্ঘটনাস্থলে গিয়েছেন, বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধান করছেন।

কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়নের মাত্র তিন মিনিটের মধ্যেই বিমানটি বিমানটির ট্রাফিক নিয়ন্ত্রণের সঙ্গে রেডিও এবং রাডার উভয়েরই যোগাযোগ বিচ্ছিন্ন করে হয়ে যায়।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত