পুতিনের সাথে সিরিয়ার প্রেসিডেন্টের বৈঠক, যে কথা হলো

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৩: ৫৯
ছবি: সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেছেন, মস্কোর সঙ্গে সম্পর্ক পুনর্নির্ধারণ করতে চায় দামেস্ক। বুধবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে তিনি একথা বলেন। খবর আরব নিউজের।

পুতিন ক্রেমলিনে শারাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বৈঠকের শুরুতে দেয়া বক্তব্যে শারা দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দামেস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্নির্ধারণ করতে চায়, যাতে সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এর আঞ্চলিক ঐক্য বজায় থাকে।

বিজ্ঞাপন

বৈঠকের শুরুতে দেয়া মন্তব্যে শারা বলেন, ‘আমরা আমাদের সম্পর্ক পুনরুদ্ধার এবং নতুনভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করছি, যাতে সিরিয়া স্বাধীন, সার্বভৌম এবং ভৌগোলিকভাবে ঐক্যবদ্ধ থেকে স্থিতিশীল নিরাপত্তা নিশ্চিত করতে পারে।’

রাশিয়া প্রেসিডেন্ট পুতিন দুই দেশের মধ্যে ‘বিশেষ সম্পর্কের’ কথা তুলে ধরেন।

সিরীয় প্রেসিডেন্টের মূল লক্ষ্য ছিল রাশিয়ার কাছে আশ্রয় নেয়া আসাদকে দেশে ফিরিয়ে দেয়ার দাবি তোলা। দুই নেতা রাশিয়ার সিরিয়ায় থাকা গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেন বলে ধারণা করা হচ্ছে।

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সবচেয়ে বড় মিত্র ছিল রাশিয়া। গত বছরের ডিসেম্বর মাসে শারার নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে আসাদ ক্ষমতাচ্যুত হন। এরপর তিনি পরিবারসহ রাশিয়ায় পালিয়ে যান। গত ১০ মাস ধরে রাশিয়ায় অবস্থান করছেন তিনি।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত