ভারতের স্মার্টফোন নির্মাতাদের সমস্ত নতুন স্মার্টফোন ডিভাইসে রাষ্ট্রীয় মালিকানাধীন সাইবার নিরাপত্তা অ্যাপ প্রিলোড করতে বলেছে ভারতের টেলিযোগাযোগ মন্ত্রণালয়। সরকারি এই অ্যাপটি ডিফল্ট হিসেবে থাকার কারণে এটি কখনোই ডিলিট বা মুছে ফেলা যাবে না। তবে এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা তৈরি হওয়ায় বিতর্ক দেখা দিয়েছে।
টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের স্মার্টফোন কোম্পানিগুলোকে ‘সঞ্চার সাথী’ নামের এই নতুন অ্যাপটি মোবাইল ফোনে আগে থেকেই ইনস্টল করা আছে কি না তা নিশ্চিত করতে ৯০ দিনের সময় দিয়েছে সরকার। একই সঙ্গে ব্যবহারকারীরা যেন অ্যাপটিকে নিষ্ক্রিয় করতে না পারেন সেই নির্দেশনাও দিয়েছে কর্তৃপক্ষ।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাপটি সাইবার হুমকি প্রতিরোধে সহায়তা করবে এবং হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোন ট্র্যাক ও ব্লক করতে ব্যবহার করা হবে।
কাউন্টারপয়েন্টের গবেষণা পরিচালক তরুণ পাঠক জানিয়েছেন, “সরকারের এমন অনুরোধ প্রত্যাখ্যানের ইতিহাস রয়েছে অ্যাপলের।” তিনি আরও বলেন, “অ্যাপল খুব সম্ভবত একটি মধ্যম পথ খুঁজবে—যেখানে বাধ্যতামূলক প্রি-ইনস্টলের পরিবর্তে আলোচনা সাপেক্ষে ব্যবহারকারীদের অ্যাপটি ইনস্টল করার একটি বিকল্প প্রস্তাব করা হতে পারে।”
তবে অ্যাপল, গুগল, স্যামসাং ও শাওমি—কোনো কোম্পানিই সরকারের এই নির্দেশনা সম্পর্কে এখনো কোনো মন্তব্য জানায়নি।

