আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইয়েমেন থেকে সেনা প্রত্যাহার করছে সংযুক্ত আরব আমিরাত

আমার দেশ অনলাইন

ইয়েমেন থেকে সেনা প্রত্যাহার করছে সংযুক্ত আরব আমিরাত
ছবি: সংগৃহীত

ইয়েমেন থেকে নিজেদের সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা ও দেশের দক্ষিণাঞ্চলে চলমান উত্তেজনার জেরে এ ঘোষণা দিয়েছে দেশটি। এরআগে মঙ্গলবার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সংযুক্ত আরব আমিরাতকে ২৪ ঘন্টার মধ্যে দেশ থেকে তাদের সেনা প্রত্যাহারের দাবি জানায়। খবর আল জাজিরার।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক পরিস্থিতি এবং সন্ত্রাসবিরোধী মিশনের নিরাপত্তা ও কার্যকারিতার সম্ভাব্য প্রভাব বিবেচনা করে সংযুক্ত আরব আমিরাত স্বেচ্ছায় ইয়েমেনে থাকা অবশিষ্ট সন্ত্রাসবিরোধী দলগুলোকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তারা বলছে, এই প্রক্রিয়ায় আমিরাতের বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সমন্বয় করা হবে।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবারই ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি আরব আমিরাতের সঙ্গে করা যৌথ প্রতিরক্ষা চুক্তি বাতিল করেন এবং দেশ ছাড়তে ইউএই বাহিনীকে ২৪ ঘণ্টার সময়সীমা দেন। একই সঙ্গে তিনি ৯০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেন এবং সব বন্দর ও স্থলসীমান্ত দিয়ে প্রবেশ-প্রস্থান ৭২ ঘণ্টা নিষিদ্ধ ঘোষণা করেন।

এই সিদ্ধান্ত আসে এমন এক সময়ে যখন মঙ্গলবার ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট ‘সীমিত’ বিমান হামলা চালায়। ওই হামলায় ইউএই–সম্পৃক্ত দুটি জাহাজকে লক্ষ্য করে ইয়েমেনের মুখাল্লা বন্দরে আঘাত হানা হয়। সৌদি প্রেস এজেন্সিকে দেয়া বক্তব্যে জোট বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আসা ওই দুটি জাহাজ ২৭ ও ২৮ ডিসেম্বর জোটের যৌথ বাহিনী কমান্ডের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই মুকাল্লা বন্দরে প্রবেশ করেছিল।

ইয়েমেন সরকারের অভিযোগ, ওই জাহাজগুলোর মাধ্যমে দক্ষিণ ইয়েমেনে সক্রিয় সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের কাছে অস্ত্র পাঠানো হয়েছিল, যা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই প্রেক্ষাপটেই ইউএইর সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল এবং আমিরাতি বাহিনী প্রত্যাহারের কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় ইয়েমেনি কর্তৃপক্ষ।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...