আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শুঁয়োপোকাকে একটু জায়গা দিন, ধন্যবাদ দেবে প্রকৃতি

আমার দেশ অনলাইন

শুঁয়োপোকাকে একটু জায়গা দিন, ধন্যবাদ দেবে প্রকৃতি
ছবি সংগৃহিত।

উদ্যানের সৌন্দর্য বাড়াতে ও বন্যপ্রাণীর খাদ্য জোগাতে গাছ লাগালেও, অনেক সময় আমরা ভুলে যাই এই কীট পতঙ্গগুলোরও নিরাপদ আশ্রয় প্রয়োজন। যুক্তরাষ্ট্রের পরিবেশবিদ ও লেখক ডগ টলেমি জানিয়েছেন, গাছ শুধু শুঁয়োপোকার খাদ্যই নয়, তাদের জীবনচক্রের অন্যতম কেন্দ্রও।
মঙ্গলবার (৪নভেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

টলেমির ভাষায়, “শুঁয়োপোকাগুলো গাছ থেকে পড়ে মাটিতে পুষ্পিত হয়। আমরা সাধারণত গাছের নিচের জায়গা কীভাবে রাখি, সেটিই নির্ধারণ করে তারা আদৌ বাঁচবে না মরবে।”

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, গাছের গোড়ার ঘাস কেটে ফেলার বদলে ঝোপঝাড় বা পাতার কিছু আস্তরণ রাখা উচিত। এতে শুঁয়োপোকারা নিরাপদে বংশবিস্তার করতে পারবে এবং পাখি, সরীসৃপ, মাকড়সা ও অন্যান্য উপকারী প্রাণীর খাদ্যচক্র বজায় থাকবে।

এই শুঁয়োপোকারাই পরবর্তীতে মথ ও প্রজাপতিতে রূপ নেয়, যা ফুল ও ফসলের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই গাছের নিচে ‘নরম অবতরণ’ বা প্রাকৃতিক আস্তরণ তৈরি করা শুধু শুঁয়োপোকাদের জন্য নয়, পুরো বাস্তুতন্ত্রের জন্যও অপরিহার্য।

টলেমি বলেন, ‘আমাদের গাছের চারপাশে এমন এলাকা রাখতে হবে যেখানে ঘাস কাটা বা হাঁটা হয় না—তাতেই প্রকৃতি আমাদের ধন্যবাদ জানাবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...