ধেয়ে আসছে ফাং ওং, ফিলিপাইনে সরানো হলো ১ লাখ মানুষ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৪: ১৬
ছবি: সংগৃহীত

কালমেগির তাণ্ডবের পর ফিলিপাইনে আঘাত হানতে যাচ্ছে সুপার টাইফুন ফাং ওং। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার রাতে টাইফুনটি আঘাত হানতে পারে। এরআগেই উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় টাইফুনের প্রভাবে বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে । এরইমধ্যে সরিয়ে নেয়া হয়েছে এক লাখের বেশি মানুষকে। খবর আল জাজিরার।

কোনো কোনো এলাকায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাতিল হয়েছে বেশ কিছু অভ্যন্তরীণ ফ্লাইট।

বিজ্ঞাপন

দেশটির আবহাওয়া বিভাগ বলছে, ফাং ওং রোববার রাতে অরোরা প্রদেশে স্থলভাগে আঘাত হানতে পারে। যার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। এসময় ২৩০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বয়ে যেতে পারে।

দক্ষিণ-পূর্ব এবং মধ্য অঞ্চলীয় এলাকা ক্যাটানডুয়ানেস, মারিনেস সুর এবং অরোরা প্রদেশে ৫ নম্বর সংকেত দেয়া হয়েছে। মেট্রোপলিটন ম্যানিলা এবং নিকটবর্তী প্রদেশগুলো ৩ নম্বর সংকেতের আওতায় রয়েছে।

ফিলিপাইন এখনো টাইফুন কালমেগির ধ্বংসযজ্ঞ কাটিয়ে উঠতে পারেনি। কালমেগির আঘাতে দেশটিতে কমপক্ষে ২০৪ জন নিহত হয়। ফিলিপাইনে তাণ্ডব চালিয়ে কালমেগি আঘাত হানে ভিয়েতনামে। সেখানে নিহত হয় কমপক্ষে পাঁচজন।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওডোরো জুনিয়র শনিবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ফাং-ওংয়ের সম্ভাব্য বিপর্যয়কর প্রভাব সম্পর্কে সতর্ক করে দিয়েছেন।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত